জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে রাজনৈতিক দলগুলো একমত। একই সঙ্গে, ৩১ জুলাইয়ের মধ্যেই জাতীয় সনদ তৈরির ব্যাপারেও আশা প্রকাশ করেছেন তিনি।
রোববার (২০ জুলাই) রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের ১৫তম দিনের বৈঠকে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
অধ্যাপক আলী রীয়াজ বলেন, আলোচনায় আজ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকা নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে।
তিনি বলেন, দ্বিকক্ষবিশিষ্ট আইনসভার উচ্চকক্ষ নিয়ে আজ কমিশনের সিদ্ধান্ত জানানোর কথা থাকলেও, কিছু বিষয়ে আলোচনা বাকি আছে। দ্রুতই এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।
পাশাপাশি চলমান সংলাপ এ সপ্তাহের মধ্যেই শেষ হবে বলেও জানান জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি।

