বিমান বিধ্বস্ত: উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিসের ৯ ইউনিট
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ০৩:১১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর উত্তরায় একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এতে এখন পর্যন্ত একজনের প্রাণহানির ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা খানম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি যুগান্তরকে বলেন, এ ঘটনায় উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। উদ্ধার অভিযান শেষে হতাহতের খবর জানানো যাবে।
সোমবার (২১ জুলাই) দুপুর দেড়টার কিছু সময় পর উত্তরা মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়।
ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে জানানো হয়, এ ঘটনায় উত্তরা, টঙ্গী, পল্লবী, কুর্মিটোলা, মিরপুর, পূর্বাচল ফায়ার স্টেশনের ৯টি ইউনিট আগুন নেভানো এবং উদ্ধার কাজ পরিচালনা করছে।
সোমবার আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআরের বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর এফ-সেভেন বিজিআই প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়। বিমানটি একটা ছয় মিনিটে উড্ডয়ন করেছিল।
বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল ক্যাম্পাস এলাকার একটি ভবনের ওপর পড়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা গেছে।
এসব ভিডিওতে দেখা বিধ্বস্ত ভবনের পাশেই আগুন জ্বলছিল। সেই সঙ্গে ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। দুর্ঘটনাস্থলে শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে ছোটাছুটি করতেও দেখা গেছে।
দুর্ঘটনাস্থল তাৎক্ষনিকভাবে স্থানীয় বাসিন্দা ও সেনাবাহিনী সদস্যদেরও উদ্ধার তৎপরতায় অংশ নিতে দেখা গেছে।
আরেকটি ভিডিওতে দেখা গেছে, সেনাবাহিনী সদস্য ও স্থানীয়রা গুরুত্বর আহতদের দ্রুত হাসপাতালের দিকে নিয়ে যাচ্ছে।
