উত্তরায় বিমান বিধ্বস্ত: সংবাদ সম্মেলন স্থগিত করল ইনকিলাব মঞ্চ
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ০৩:৩৩ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় গোটা জাতির মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে। এই মানবিক বিপর্যয়ের কারণে ইনকিলাব মঞ্চের আজকের পূর্বনির্ধারিত সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীপ ওসমান হাদি। তিনি সোমবার দুপুরে এক বিবৃতিতে বলেন, পরবর্তী সময়সূচি আমরা জানিয়ে দেবো, ইনশাআল্লাহ।
এদিকে সোমবার দুপুর দেড়টার কিছু সময় পর উত্তরায় একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এতে এখন পর্যন্ত একজনের প্রাণহানির ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯ টি ইউনিট।
এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা খানম।
তিনি যুগান্তরকে বলেন, এ ঘটনায় উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। উদ্ধার অভিযান শেষে হতাহতের খবর জানানো যাবে।
সোমবার (২১ জুলাই) দুপুর দেড়টার কিছু সময় পর উত্তরা মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়।
ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে জানানো হয়, এ ঘটনায় উত্তরা, টঙ্গী, পল্লবী, কুর্মিটোলা, মিরপুর, পূর্বাচল ফায়ার স্টেশনের ৯টি ইউনিট আগুন নেভানো এবং উদ্ধার কাজ পরিচালনা করছে।
সোমবার আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআরের বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর এফ-সেভেন বিজিআই প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়। বিমানটি একটা ছয় মিনিটে উড্ডয়ন করেছিল।
