Logo
Logo
×

জাতীয়

সংক্ষিপ্তভাবে যাত্রাবাড়ীতে ‘মাদ্রাসা রেজিস্ট্যান্স ডে’ পালিত

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ১১:০২ পিএম

সংক্ষিপ্তভাবে যাত্রাবাড়ীতে ‘মাদ্রাসা রেজিস্ট্যান্স ডে’ পালিত

চব্বিশের ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর যাত্রাবাড়ী ছিল প্রতিরোধের অন্যতম প্রধান কেন্দ্র। বিশেষ করে সেখানে মাদ্রাসার শিক্ষার্থী ও আলেম সমাজ আত্মত্যাগ ও অদম্য সাহসিকতা দেখিয়েছেন। এই স্মৃতি, সংগ্রাম ও প্রতিরোধের বীরত্বগাঁথা স্মরণ করতেই পালিত হয়েছে মাদ্রাসা রেজিস্ট্যান্স ডে- ২০২৫।

সোমবার (২১ জুলাই) যাত্রাবাড়ীর উত্তর কাজলায় জামিয়া মাহমুদিয়া মাদ্রাসা প্রাঙ্গণে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার আয়োজন করে

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ।

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় অনুষ্ঠান সংক্ষিপ্ত আকারে করা হয়। 

অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যরাস্মৃতিচারণ ও জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারীরা বক্তব্য দেন। 

সাংস্কৃতিক পরিবেশনায় হামদ, নাত,  কবিতা আবৃত্তি, প্রতিবাদী গান পরিবেশন করা হয়। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম। 

অনুষ্ঠানে কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব, ড. খ ম কবিরুল ইসলাম বলেন, চব্বিশের ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানে মাদ্রাসার ছাত্র ও আলেম সমাজের বীরত্বপূর্ণ অবদানকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে আজকের এই অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। 

তিনি বলেন,  রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় আমি কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি, অনুষ্ঠান সংক্ষিপ্ত করার জন্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। তাই অনুষ্ঠানের সমাপ্তি হচ্ছে। আমরা এই জুলাই মাসের মধ্যেই একদিন এই অনুষ্ঠান পুনরায় আয়োজন করব ইনশাল্লাহ। দুর্ঘটনায় নিহত ও আহতদের জন্য দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করা হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম