Logo
Logo
×

জাতীয়

অনুমতি ছাড়া ঢুকতে দেওয়া হচ্ছে না বার্ন ইনস্টিটিউটে

Icon

হাজারীবাগ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ০৩:৫৯ পিএম

অনুমতি ছাড়া ঢুকতে দেওয়া হচ্ছে না বার্ন ইনস্টিটিউটে

রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ ও আহতদের চিকিৎসা চলছে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। ঘটনার পর থেকেই ইনস্টিটিউটে ভিড় ও জনসমাগম বেড়ে যাওয়ায় আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর নিরাপত্তা ও নিয়ন্ত্রণ ব্যবস্থা নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) সকালে সরেজমিনে গিয়ে দেখা গেছে, ইনস্টিটিউটের প্রধান ফটকসহ প্রতিটি প্রবেশমুখে আনসার সদস্য ও সেনাবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। তাদের সমন্বয়ে নিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রম চলছে। 

শুধু রোগী, রোগীর স্বজন এবং ইনস্টিটিউটের কর্মকর্তা-কর্মচারীদের প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। অনুমতি ছাড়া অন্যদের কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, সাংবাদিকদেরও নয়। 

প্রবেশের ক্ষেত্রে কঠোর যাচাই-বাছাই অনুসরণ করা হচ্ছে। ইনস্টিটিউটের কর্মীদের পরিচয়পত্র দেখাতে হচ্ছে, আর রোগীর স্বজনদের জানাতে হচ্ছে তারা কাকে দেখতে এসেছেন, রোগীর নাম ও ওয়ার্ড নম্বর কী—এসব নিশ্চিত করলেই প্রবেশাধিকার মিলছে।

একজন আনসার সদস্য জানান, আহতদের চিকিৎসা যাতে নির্বিঘ্নে সম্পন্ন করা যায়, সে জন্যই জনসমাগম নিয়ন্ত্রণের এই ব্যবস্থা নেওয়া হয়েছে। অতিরিক্ত ভিড় এড়াতে এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী আমাদের সঙ্গে সমন্বয়ে কাজ করছে।

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের কাছে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় বেশ কয়েকজন শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দা দগ্ধ হন। তাদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা এখনও আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

আহতদের অবস্থা বিবেচনায় নিয়ে ইনস্টিটিউটে চিকিৎসাসেবা নির্বিঘ্ন রাখতেই এই নিরাপত্তা ও নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

ঘটনাপ্রবাহ: উত্তরায় বিমান বিধ্বস্ত


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম