Logo
Logo
×

জাতীয়

শিক্ষা উপদেষ্টা, সচিবের পদত্যাগ চাইলেন আযমী

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ০৩:১৭ এএম

শিক্ষা উপদেষ্টা, সচিবের পদত্যাগ চাইলেন আযমী

ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আব্দুল্লাহিল আমান আযমী। ফাইল ছবি

বিমান দুর্ঘটনার মতো বড় একটি জাতীয় বিপর্যয়ের সময় ‘পরীক্ষা নাটক’ সাজিয়ে দেশবাসীর দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার পেছনে কোনো ষড়যন্ত্র আছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আব্দুল্লাহিল আমান আযমী। একইসঙ্গে এই ঘটনায় তিনি শিক্ষা উপদেষ্টা, শিক্ষা সচিবসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের পদত্যাগের দাবিও করেছেন।

মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ দাবি জানান তিনি।

আযমী তার পোস্টে উল্লেখ করেন, দেশের এত বড় একটি বিপর্যয়ে যখন দেশবাসী শোকাহত, তখন এই ধরনের সিদ্ধান্ত সরকারের মধ্যে থাকা ফ্যাসিবাদের দোসরদের কাজ হতে পারে। তিনি এটিকে সরকারকে অস্থিতিশীল করার প্রচেষ্টা হিসেবে আখ্যায়িত করেছেন এবং এমন হলে জড়িতদের রাষ্ট্রদোহিতার জন্য দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

তিনি প্রশ্ন তুলেছেন, পরীক্ষা পিছানোর সিদ্ধান্ত কেন মঙ্গলবার বিকেল বা সন্ধ্যা নাগাদ নেওয়া গেল না, যখন দিনটিকে ‘রাষ্ট্রীয় শোক দিবস’ ঘোষণা করা হয়েছিল? আযমীর মতে, ‘পরীক্ষা বাতিল’ অপরিহার্য হওয়ার ব্যাপারে সংশ্লিষ্টদের সন্দেহ কোথায় ছিল? তার প্রশ্ন, ‘সবই যদি প্রধান উপদেষ্টার বলে দিতে হয়, তাহলে তাদের দায়িত্বে থাকার প্রয়োজন কি’?

আযমী এই ব্যর্থতার দায়ভার নিয়ে শিক্ষা উপদেষ্টা, শিক্ষা সচিব, সংশ্লিষ্ট অতিরিক্ত সচিবসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের অবিলম্বে পদত্যাগ দাবি করেছেন।

তিনি বলেন, জনগণের ট্যাক্সের টাকায় বেতন পেয়ে জনগণের সন্তানদের, এই কোমলমতি শিক্ষার্থীদের জীবন নিয়ে এই ধরনের তামাশা করার কোনো অধিকার তাদের নেই। যদি তারা পদত্যাগ না করেন, তাহলে অবিলম্বে তাদের অপসারনের জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। শুধু পদত্যাগ বা অপসারণই নয়, তাদের এই ব্যর্থতার জন্য এবং যদি এটি কোনো ‘ষড়যন্ত্র’ হয়ে থাকে, তবে তাদের বিরুদ্ধে কঠোর দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করারও দাবি জানান আযমী।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম