Logo
Logo
×

জাতীয়

উত্তরায় বিমান বিধ্বস্ত

বার্ন ইউনিটে চিকিৎসাধীন ৬ জনের অবস্থা আশঙ্কাজনক

Icon

হাজারীবাগ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২৫ জুলাই ২০২৫, ০১:২৩ এএম

বার্ন ইউনিটে চিকিৎসাধীন ৬ জনের অবস্থা আশঙ্কাজনক

ছবি : যুগান্তর

রাজধানীর উত্তরার দিয়াবড়ি এলাকায় প্রশক্ষিণ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন ৪২ জন। এর মধ্যে আটজন আইসিইউতে রয়েছেন। তাদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। 

বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত ৮টার দিকে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানিয়েছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ডা. মো. নাসির উদ্দিন।

তিনি বলেন, দগ্ধ হয়ে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ৪২ জনের মধ্যে আটজন আইসিইউতে রয়েছেন। তাদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। উন্নতির কারণে দুজনকে আইসিইউ থেকে ইন্টারমিডিয়েট কেয়ারে স্থানান্তরের পরিকল্পনা রয়েছে। সবচেয়ে আশাব্যঞ্জক খবর হলো, ১৩ জন রোগীকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।’

ডা. মো. নাসির উদ্দিন আরও বলেন, ‘বর্তমানে আমাদের রক্তের পর্যাপ্ত মজুদ রয়েছে। কোনো ধরণের স্কিন ডোনেশনের প্রয়োজন নেই। বাংলাদেশ সরকার থেকে চিকিৎসা কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় অর্থ ও লজিস্টিক সাপোর্ট আমরা পাচ্ছি।’

এ চিকিৎসক বলেন, চিকিৎসা সহায়তার বিষয়ে আমরা আন্তর্জাতিক সহযোগিতা নিচ্ছি। সিঙ্গাপুর ও ভারতের বিশেষজ্ঞরা আমাদের সঙ্গে দেখা করে গেছেন। চীনের চিকিৎসকদের সঙ্গেও ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা হয়েছে। তারা শিগগিরই আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হবেন।’

ঘটনাপ্রবাহ: উত্তরায় বিমান বিধ্বস্ত


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম