Logo
Logo
×

আইন-বিচার

মাহমুদুর রহমানের সাজার রায় বাতিল চেয়ে রিভিউ আবেদন

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ৩০ জুলাই ২০২৫, ১০:৪৫ পিএম

মাহমুদুর রহমানের সাজার রায় বাতিল চেয়ে রিভিউ আবেদন

আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। ফাইল ছবি

দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানকে আপিল বিভাগ থেকে দেওয়া আদালত অবমাননার দুটি মামলার রায় বাতিল চেয়ে রিভিউ (পুনর্বিবেচনা) আবেদন করা হয়েছে। 

মাহমুদুর রহমান সম্প্রতি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এই রিভিউ আবেদন দায়ের করেন। আবেদন দুটি প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৭ সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে শুনানির জন্য বৃহস্পতিবারের কার্যতালিকায় ১৬ ও ১৭ আইটেম রাখা হয়েছে।  

জানতে চাইলে সম্পাদক মাহমুদুর রহমানের আইনজীবী ব্যারিস্টার এহসান আব্দুল্লাহ সিদ্দিকী বুধবার যুগান্তরকে বলেন, ২০১০ সালে দৈনিক আমার দেশে একটি প্রতিবেদন ও সম্পাদকীয় ছাপা হয়েছিল। সম্পাদকীয় লিখেছিলেন সম্পাদক মাহমুদুর রহমান। এ নিয়ে আদালত অবমাননার পৃথক দুটি মামলা হয়েছিল। এ মামলার রায়ের পর মাহমুদুর রহমান কারাগারে ছিলেন, পূর্ণাঙ্গ রায় তখন প্রকাশ হয়নি। সাজা খাটার পর পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। ফলে রিভিউ করা সম্ভব হয়নি। 

ব্যারিস্টার এহসান বলেন, মাহমুদুর রহমান দেশে আসার পর রিভিউ দাখিল করা হয়েছে। আবেদনে সাজার রায় বাতিল চাওয়া হয়েছে। পাশাপাশি বিচার নিয়ে নয়, বিচারক সম্পর্কে যদি কোনো বক্তব্য কোথাও আসে সেটা আদালত অবমাননায় পড়ে না- এর ব্যাখ্যা চাওয়া হয়েছে। 

প্রসঙ্গত, ‘চেম্বার মানেই সরকার পক্ষে স্টে’ শিরোনামে দৈনিক আমার দেশে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এ প্রতিবেদন আমলে নিয়ে ২০১০ সালে আদালত অবমাননার অভিযোগে দৈনিক আমার দেশ-এর সম্পাদক মাহমুদুর রহমানকে ৬ মাসের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেন আপিল বিভাগ। দেশের ইতিহাসে সুপ্রিমকোর্টের আপিল বিভাগে সরাসরি সাজা দেওয়ার এটাই প্রথম ঘটনা বলে উল্লেখ করেন আইনজীবীরা। আদালত অবমাননার এ মামলায় আমার  দেশ-এর সংশ্লিষ্ট রিপোর্টার বিশেষ প্রতিনিধি অলিউল্লাহ নোমানকে এক মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৭ দিনের কারাদণ্ড দেন আপিল বিভাগ। তারা উভয়ই কারাভোগ করেন। 

এছাড়া ২০১০ সালের ১০ মে দৈনিক আমার দেশ পত্রিকায় ‘স্বাধীন বিচারের নামে তামাশা’ শিরোনামে একটি নিবন্ধ প্রকাশিত হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী রিয়াজউদ্দিন খান আদালতে অবমাননার মামলা দায়ের করেন। এ মামলায় দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানকে ১০০ টাকা জরিমানা, অনাদায়ে এক দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন আপিল বিভাগ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম