Logo
Logo
×

সারাদেশ

ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

Icon

বরিশাল ব্যুরো

প্রকাশ: ০১ আগস্ট ২০২৫, ০১:৩১ এএম

ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় তরুণীকে ধর্ষণের দায়ে সুজন বৈরাগি নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।  পাশাপাশি আসামিকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। 

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক মোহাম্মদ রকিবুল হাসান এ রায় দেন। 

এসব তথ্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী আজিবর রহমান।  রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন দণ্ডপ্রাপ্ত সুজন। পরে তাকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত সুজন বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি ইউনিয়নের ভেবার গ্রামের রনজিৎ বৈরাগীর ছেলে। 

আজিবর রহমান জানান, ২০১৬ সালের ২৪ ফেব্রুয়ারি রাতে এক তরুণীকে ধর্ষণ করে সুজন। ওই ঘটনায় তরুণীর মা বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় মামলা করেন। সাত স্বাক্ষীর স্বাক্ষ্যগ্রহণ শেষে সুজনকে যাবজ্জীবন দণ্ড দেন বিচারক।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম