রাষ্ট্রপতির পদকপ্রাপ্ত কৃষি উদ্যোক্তা মফিজ উদ্দিন মাস্টারের ইন্তেকাল
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫, ০৭:৩৬ পিএম
আলহাজ্ব মফিজ উদ্দিন আহমেদ। সংগৃহীত ছবি
|
ফলো করুন |
|
|---|---|
রাষ্ট্রপতির পদকপ্রাপ্ত কৃষি উদ্যোক্তা, সাহিত্যনুরাগী ও সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব মফিজ উদ্দিন আহমেদ ইন্তেকাল করেছেন।
রোববার সকাল ৬টায় সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বৃ-পাচান গ্রামে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন।
কৃষক পরিবারে জন্ম নেওয়া মফিজ উদ্দিন আহমেদ ছাত্রজীবন থেকে ছিলেন কৃষি উদ্যোক্তা। নিজ এলাকায় কৃষি উন্নয়নে রেখেছেন ব্যাপক ভূমিকা। কৃষি উদ্যোক্তার সম্মান হিসেবে পেয়েছেন রাষ্ট্রপতি পদক। কর্মজীবনেও আলোকিত মানুষ ছিলেন মফিজ উদ্দিন আহমেদ।
দায়িত্বপালন করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে। এছাড়াও পাঠক নন্দিত ছড়া ও কবিতা রচনা করেছেন তিনি। তার রচিত ‘বড়গাঁয়ের কাব্য’ ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রোববার বাদ জোহর জানাযা নামাজ শেষে মফিজ উদ্দিন আহমেদকে উপজেলার নওগাঁ হযরত শাহ শরীফ জিন্দানী (রহ.) মাজার প্রাঙ্গনে সমাহিত করা হয়।
