Logo
Logo
×

অন্যান্য

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বাংলাদেশের জনগণের পাশে থাকার অঙ্গীকার যুক্তরাজ্যের

Icon

বাসস

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫, ০২:৪২ পিএম

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বাংলাদেশের জনগণের পাশে থাকার অঙ্গীকার যুক্তরাজ্যের

বাংলাদেশে ছাত্র-জনতার অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার (৫ আগস্ট) যুক্তরাজ্য দিবসটি স্মরণ করে যারা প্রাণ হারিয়েছেন তাদের এবং বাংলাদেশের জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছে।

ঢাকায় ব্রিটিশ হাইকমিশন তাদের অফিশিয়াল ফেসবুক পেজে এক পোস্টে জানায়, আজ (মঙ্গলবার) বাংলাদেশে ছাত্র নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানের এক বছর পূর্ণ হলো। এ অভ্যুত্থানে যারা প্রাণ হারিয়েছেন, আমরা তাদের স্মরণ এবং যারা আহত হয়েছেন তাদের কথা স্মরণ করি।

বাংলাদেশের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে পোস্টে বলা হয়, ‘গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক এবং সমৃদ্ধ ভবিষ্যতের পথে এগিয়ে যেতে যুক্তরাজ্য অন্তর্র্বর্তীকালীন সরকার ও বাংলাদেশের জনগণের পাশে রয়েছে।’

এই বিবৃতিটিকে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। কারণ, এতে গত বছরের বাংলাদেশের গণঅভ্যুত্থানের স্বীকৃতি এবং অন্তর্বর্তীকালীন প্রশাসনের অধীনে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের প্রতি অব্যাহত সমর্থন ব্যক্ত করা হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম