‘চাঁদপুর ইলিশ ঘাট’ পেজ খুলে ২ যুবকের কাণ্ড!
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৫, ০৬:২০ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
অনলাইনে ইলিশ বিক্রির নামে মহাপ্রতারণার ফাঁদে পড়ে প্রতিদিন ঠকছেন হাজারও মানুষ। অভিনব কায়দায় হাজার হাজার টাকা চলে যাচ্ছে প্রতারক চক্রের পকেটে। মো. সিফাত মোল্লা (২৫) ও মো. মাসুম বেগ (২৫) নামে দুই যুবক সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইলিশ বিক্রির নামে প্রতারণার অভিযোগে আটক হয়েছেন।
ডিএমপির নিউমার্কেট থানার পুলিশ তাদের বুধবার আটক করে।
নিউমার্কেট থানা সূত্রে জানা যায়, গত ৫ জুলাই সকাল সাড়ে ১০টার দিকে নিউমার্কেট থানার নিউমার্কেটের ১নং গেটের সংবাদপত্র বিক্রয়কেন্দ্রের সামনে জনৈক ব্যক্তি তার মোবাইল ফোনে ফেসবুক ব্রাউজ করার সময় ‘চাঁদপুর ইলিশ ঘাট’ নামক পেজে ইলিশ মাছের লোভনীয় বিজ্ঞাপন দেখেন।
বিজ্ঞাপনের আকর্ষণে তিনি পেজে উল্লিখিত হোয়াটসঅ্যাপ নম্বরের মাধ্যমে ওই দুই যুবকের সঙ্গে যোগাযোগ করেন। যোগাযোগের একপর্যায়ে ইলিশ মাছ ক্রয়ের উদ্দেশে তিনি মোবাইল ব্যাংকিং অ্যাপের মাধ্যমে প্রতারকদের দেওয়া বিভিন্ন নম্বরে টাকা পাঠান। এভাবে বিভিন্ন কৌশলে প্রতারকরা ওই ব্যক্তির কাছ থেকে দুই লক্ষাধিক টাকা হাতিয়ে নেয়। এ ঘটনায় তিনি বাদী হয়ে নিউমার্কেট থানায় একটি মামলা করেন।
থানা সূত্রে আরও জানা যায়, মামলাটি তদন্তকালে প্রাপ্ত গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় ঘটনায় জড়িতদের অবস্থান শনাক্ত করা হয়। এরই প্রেক্ষিতে নিউমার্কেট থানার একটি অভিযানিক দল বুধবার (৬ আগস্ট) সন্ধ্যায় নড়াইল সদর থানার রতনগঞ্জ বাজার থেকে মো. সিফাত মোল্লাকে এবং বৃহস্পতিবার (৭ আগস্ট) মো. মাসুম বেগকে কালিয়া থানা এলাকা থেকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত চারটি মোবাইল ফোন ও একটি সিম জব্দ করা হয়। আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
