পাগলা মসজিদ নিয়ে নতুন সিদ্ধান্তের কথা জানালেন ধর্ম উপদেষ্টা
কিশোরগঞ্জ ব্যুরো
প্রকাশ: ১০ আগস্ট ২০২৫, ০৬:২৮ পিএম
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
পাগলা মসজিদ নিয়ে নতুন সিদ্ধান্তের কথা জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, পাগলা মসজিদের দৃষ্টিনন্দন ইসলামিক কমপ্লেক্সের কাজ খুব দ্রুত শুরু হবে।
রোববার (১০ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জের পাগলা মসজিদ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
পাগলা মসজিদের ফান্ডে বর্তমানে ৯০ কোটিরও বেশি টাকা আছে জানিয়ে উপদেষ্টা বলেন, মসজিদের দৃষ্টিনন্দন ইসলামিক কমপ্লেক্সের কাজ খুব দ্রুত শুরু হবে। আগামী নির্বাচনের আগেই ভিত্তিপ্রস্থর স্থাপন হবে বলে আশা রাখছি।
মাজার, মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় হামলা চালালে বা ধ্বংসের চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, মামলা হলেই আইনশৃঙ্খলা বাহিনী তাদের গ্রেফতার করবে।
ধর্ম উপদেষ্টা বলেন, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানের কিছু মাজারে হামলার ঘটনা ঘটেছে; যা নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে বিস্তারিত রিপোর্ট রয়েছে।
মাজার ও মসজিদ কর্তৃপক্ষকে নিরাপত্তা জোরদারের আহ্বান জানিয়ে সিসি ক্যামেরা স্থাপনের পরামর্শ দেন উপদেষ্টা। তিনি বলেন, এর মধ্যে বিভিন্ন স্থানে মামলা হয়েছে এবং কিছু ব্যক্তি গ্রেফতারও হয়েছে।
এর আগে নির্মাণাধীন জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র পরিদর্শন করেন উপদেষ্টা। পরে পাগলা মসজিদ ও ইসলামি কমপ্লেক্স ঘুরে দেখে মোতাওয়াল্লিদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। দুপুরে তিনি শহরের ঐতিহাসিক আল জামিয়াতুল এমদাদিয়া মাদ্রাসায় আয়োজিত ‘ইসলামী অর্থনীতির গুরুত্ব’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন এবং সেখান থেকে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশে যাত্রা করার কথা রয়েছে তার।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক ফৌজিয়া খান, পুলিশ সুপার মো. হাছান চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন।
