Logo
Logo
×

জাতীয়

হারুন-বিপ্লবের সাত পদক বাতিল

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১০ আগস্ট ২০২৫, ০৭:৩২ পিএম

হারুন-বিপ্লবের সাত পদক বাতিল

মোহাম্মদ হারুন অর রশীদ ও বিপ্লব কুমার সরকার। ফাইল ছবি

পলাতক ৪০ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার করেছে সরকার। এর মধ্যে রয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময়ে বিতর্কিত পুলিশ কর্মকর্তা ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ ও অতিরিক্ত ডিআইজি (সাময়িক বরখাস্ত) বিপ্লব কুমার সরকারের নামও। গেল বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই পলাতক রয়েছেন এই কর্মকর্তারা।

এর মধ্যে হারুন অর রশীদের ২০১২ ও ২০১৩ সালের পিপিএম-সেবা এবং ২০১৫ ও ২০১৬ সালের বিপিএম-সেবা পদক প্রত্যাহার করা হয়েছে। তার ২০১৮ সালে পাওয়া পুলিশ পদক আগেই প্রত্যাহার করা হয়েছে।

আর বিপ্লব কুমার সরকারের ২০১৩ সালের পিপিএম-সেবা এবং ২০১৫ ও ২০১৮ সালের বিপিএম-সেবা পদক প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব তৌছিফ আহমদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।


Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম