ভোটকেন্দ্রে বডি ক্যাম কীভাবে ব্যবহার হবে, পরিকল্পনা তুলে ধরলেন শফিকুল আলম
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ০৫:৪৫ এএম
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিটি ভোটকেন্দ্রে একটি করে ‘বডি-ওর্ন ক্যামেরা’ কীভাবে ব্যবহার হবে, তার চিত্র তুলে ধরেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
রোববার ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের প্রশ্নে তিনি জানান, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সংবলিত এসব ক্যামেরার মাধ্যমে জেলা প্রশাসক ও পুলিশ সুপাররা দূর থেকে কেন্দ্রের পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণ করতে পারবেন।
শফিকুল আলম বলেন, এগুলো থাকলে নিরাপত্তা আরও কার্যকরভাবে নিশ্চিত করা সম্ভব হবে। দূর থেকেই এসপি ও ডিসি বুঝতে পারবেন কী ঘটছে। কোনো কেন্দ্রের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হলে তারা দ্রুত ব্যবস্থা নিতে পারবেন।
আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।
এর আগে শনিবার ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এক উচ্চ পর্যায়ের বৈঠকে ভোটকেন্দ্রের জন্য নতুন করে ৪০ হাজার বডি ক্যাম কেনার সিদ্ধান্ত হয়। বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকস চৌধুরী ও ফয়েজ তৈয়ব আহমেদ উপস্থিত ছিলেন।
প্রেস সচিব জানান, বর্তমানে পুলিশের কাছে প্রায় ১০ হাজার বডি ক্যাম রয়েছে। সরকার আরও ৪০ হাজার ক্যামেরা কেনার উদ্যোগ নিয়েছে এবং দ্রুতই তা সংগ্রহ করা হবে। ক্রয়ের পর পুলিশ সদস্যদের জন্য স্বল্পমেয়াদি প্রশিক্ষণের পরিকল্পনাও রয়েছে।
প্রধান উপদেষ্টার নির্দেশনার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, বৈঠকে বডি ক্যাম ব্যবহারের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিশ্বের অন্যান্য দেশে কীভাবে এগুলো ব্যবহৃত হচ্ছে, সেটিও বিবেচনায় নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, আমাদের মূল লক্ষ্য হলো একটি শান্তিপূর্ণ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা। দেশের ১২ কোটি ৬০ লাখ ভোটার যেন উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারেন, সে জন্য প্রতিটি ভোটকেন্দ্রের নিরাপত্তা জোরদারে বডি ক্যাম কেনা হচ্ছে।
