Logo
Logo
×

জাতীয়

স্বতন্ত্র বোর্ডের দাবিতে ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের আমরণ অনশন

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ১০:০৭ পিএম

স্বতন্ত্র বোর্ডের দাবিতে ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের আমরণ অনশন

ছবি: সংগৃহীত

একাডেমিক ও প্রশাসনিক স্বায়ত্তশাসন নিশ্চিত করতে বিআইটির আদলে স্বতন্ত্র শিক্ষা বোর্ডের ১ দফা দাবিতে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা।

সোমবার (১১ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে ওই কর্মসূচি পালন করেন তারা। অনশনের ৩০ ঘণ্টায় এখন পর্যন্ত দুইজন শিক্ষার্থী অসুস্থ হলেও সরকারের সংশ্লিষ্ট মহল থেকে সাড়া পাননি বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা।

অনশনে অংশ নিয়েছেন ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ, বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ, ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, প্রকৌশল শিক্ষা দেশের শিল্প, প্রযুক্তি ও অর্থনীতির মেরুদণ্ড। আমরা আশা করি, সরকার আমাদের দাবি পূরণ করে প্রকৌশল শিক্ষার ভবিষ্যৎ রক্ষায় আমাদের পাশে থাকবেন।

বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং কলেজসমূহ-ময়মনসিংহ, ফরিদপুর, বরিশাল ও সিলেট-এর শিক্ষার্থীরা ২০ মে থেকে আমাদের যৌক্তিক দাবিগুলো আদায়ের লক্ষ্যে ক্লাস ও পরীক্ষা বর্জনসহ একাডেমিক শাটডাউন ঘোষণা করেছি। দীর্ঘ দুই মাসেরও বেশি সময় ধরে ক্যাম্পাসে শান্তিপূর্ণ আন্দোলনের পর ২৭ জুলাই থেকে আমরা ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছি।

৩১ জুলাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ৯ দিনের মধ্যে সমাধানের জন্য লিখিত আলটিমেটাম দিয়েছিলাম। ১০ দিনেও আমরা সমাধান পাইনি। তাই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের পূর্ব ঘোষিত আমরণ অনশন কর্মসূচি চলবে বলে জানান তারা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম