Logo
Logo
×

জাতীয়

হাতি সংরক্ষণে আবাসস্থল রক্ষার আহবান উপদেষ্টার

Icon

তেজগাঁও (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২০ আগস্ট ২০২৫, ১০:৪১ পিএম

হাতি সংরক্ষণে আবাসস্থল রক্ষার আহবান উপদেষ্টার

উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি: যুগান্তর

বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, হাতি সংরক্ষণের জন্য তাদের আবাসস্থলকে রক্ষা করতে হবে। করিডোরগুলোকে দখলমুক্ত রাখতে হবে। হাতির উপযোগী গাছ লাগাতে হবে। জরিপের মাধ্যমে হাতির সংখ্যা নির্ধারণ করতে হবে। মানুষ এবং হাতির মধ্যে দ্বন্দ্ব নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি। 

বিশ্ব হাতি দিবস উপলক্ষে বুধবার (২০ আগস্ট) বন অধিদপ্তরের হৈমন্তী মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ বিষয়ে জনগণকে সচেতন করে তোলার আহ্বান জানান পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। 

১২ আগস্ট ছিল বিশ্ব হাতি দিবস-২০২৫। এবারের প্রতিপাদ্য ‘মাতৃ নেতৃত্ব, স্মৃতির টান নিরাপদ রাখি হাতির স্থান’। হাতি ও হাতির আবাসস্থল সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির জন্য মূলত দিবসটি পালন করা হয়।


উপদেষ্টা রিজওয়ানা বলেন, হাতি দিয়ে খেলা দেখিয়ে উপার্জন বন্ধ করতে হবে। হাতি সংরক্ষণের জন্য একটি বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে। এর আওতায় ৩৫০ হেক্টর জমিতে হাতির খাদ্য উপযোগী গাছের বাগান, ৫০ হেক্টর জমিতে বাঁশবাগান সৃজন এবং রোপিত উদ্ভিদের যথাযথ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। 

বিশেষ অতিথি ছিলেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খাইরুল হাসান হাসান। এছাড়া দুবাই সাফারি পার্কের বন্যপ্রাণী বিশেষজ্ঞ বিখ্যাত প্রাণী বিজ্ঞানী ড. মুহাম্মদ আলী রেজা খান এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এম মনিরুল এইচ খান। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক আমির হোসাইন চৌধুরী। আলোচনা অনুষ্ঠানে এবারের প্রতিপাদ্যের ওপর আলোচনা উপস্থাপন করেন আরণ্যক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ড. আব্দুল মোতালেব এবং বন অধিদপ্তর কেন্দ্রীয় অঞ্চলের বন সংরক্ষক এএসএম জহির উদ্দিন আকন। 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মনিরুল এইচ খান বলেন, বিদ্যুতের ফাঁদ পেতে হাতি হত্যা বন্ধ করতে হবে। প্রাকৃতিক উপায়ে হাতির আক্রমণ থেকে বাঁচার জন্য কৌশল অবলম্বন করতে হবে। যাতে মানুষ এবং হাতির মধ্যে দ্বন্দ্ব কমে আসে। সরকারকে এ বিষয়ে যথাযথ উদ্যোগ গ্রহণ করার জন্য তিনি আহ্বান জানান।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম