দুই মসজিদ ও এক মন্দিরের জন্য বরাদ্দ রেলের জমি
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫, ১০:৪৮ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর জোয়ার সাহারা মৌজায় দুটি মসজিদ ও একটি মন্দিরের জন্য জমি বরাদ্দ দিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
বরাদ্দপ্রাপ্ত স্থানের মধ্যে:
- খিলক্ষেত রেলওয়ে জামে মসজিদের জন্য ০.২০১১ একর (৮৭৬০ বর্গফুট),
- আন-নূর-জামে মসজিদের জন্য ০.০৫৫২ একর (২৪০৫ বর্গফুট),
- খিলক্ষেত সার্বজনীন শ্রী শ্রী দূর্গা মন্দিরের জন্য ০.০৫৬২ একর (২৪৫০ বর্গফুট) জমি রয়েছে।
বরাদ্দপত্র রেলভবনে আয়োজিত অনুষ্ঠানে ঢাকার বিভাগীয় রেলওয়ে ম্যানেজার মো. মহিউদ্দিন আরিফ সংশ্লিষ্ট কমিটিগুলোর কাছে হস্তান্তর করেন। অনুষ্ঠানে উপদেষ্টা ও রেলওয়ে কর্মকর্তাসহ মসজিদ-মন্দির সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ এবং কোনো প্রকার সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা বরদাস্ত করা হবে না। ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, হিন্দু সম্প্রদায়ের বেহাত হওয়া দেবোত্তর সম্পত্তি উদ্ধারে রেলওয়ে সহযোগিতা করবে।
রেলওয়ের এই উদ্যোগকে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির হিসেবে উল্লেখ করা হয়েছে।
