কয়েক ঘণ্টার ব্যবধানে বাবার পর না ফেরার দেশে মেয়ে জান্নাত
হাজারীবাগ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৫, ০২:৪৯ এএম
|
ফলো করুন |
|
|---|---|
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মৃত্যুর মিছিল থামছেই না। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে চার বছরের শিশু জান্নাত।
এর আগে একই দিন ভোরে মারা যান তার বাবা হাসান গাজী (৪০)। কয়েক ঘণ্টার ব্যবধানে বাবা-মেয়ের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও এলাকাজুড়ে।
বিষয়টি নিশ্চিত করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, জান্নাতের শ্বাসনালী দগ্ধ হয়েছিল এবং শরীরের প্রায় ৪০ শতাংশ পুড়ে যায়। দুপুর ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে এই বিস্ফোরণে গত রোববার ভোরে মারা যায় মাত্র এক মাস বয়সী শিশু ইমাম উদ্দিন। এরপর সোমবার সন্ধ্যার পর প্রাণ হারান হাসানের শাশুড়ি তাহেরা আক্তার (৫৫)।
সর্বশেষ বৃহস্পতিবার ভোরে মারা যান হাসান গাজী, আর দুপুরে চলে গেল তার মেয়ে জান্নাতও। এ নিয়ে এক পরিবারের চার সদস্যসহ মোট চারজনের মৃত্যু হলো।
চিকিৎসকরা জানান, বর্তমানে হাসান গাজীর স্ত্রী সালমা (৩৫) এবং তার ছোট বোন আসমা (৩২) আইসিইউতে চিকিৎসাধীন আছেন। তাদের শরীরের প্রায় ৪০ শতাংশ দগ্ধ হয়েছে। অবস্থাও আশঙ্কাজনক।
প্রসঙ্গত, গত শুক্রবার (২২ আগস্ট) রাত সাড়ে ৩টার দিকে সিদ্ধিরগঞ্জের পাইনাদী সিআইখোলা এলাকার রনি সিটি সংলগ্ন জাকির খন্দকারের টিনসেড বাড়ির একটি ভাড়াটিয়া কক্ষে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। তখন ঘুমন্ত অবস্থায় ছিলেন নয়জন। হঠাৎ বিস্ফোরণের পর মুহূর্তেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে।
