মূলধারার সাহিত্য সংস্কৃতির বিকাশ ও উন্নয়নে কাজ করতে হবে
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, ১১:৩১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
আমাদের মূলধারার সাহিত্য সংস্কৃতির বিকাশ ও উন্নয়নে কাজ করতে হবে। বাংলাদেশি সাহিত্য ও সংস্কৃতির বিকাশ না ঘটলে বাংলাদেশের মানুষের জীবনমানের উন্নয়ন ও বিকাশ ঘটবে না।
রোববার (৩১ আগস্ট) সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে অনুষ্ঠিত গোলটেবিল আলোচনায় বক্তারা ফ্যাসিবাদের দোসর লেখক ও প্রকাশকদের বিচার দাবি করেন।
বৈষম্যবিরোধী সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি সাঈদ বারীর সভাপতিত্বে অনুষ্ঠিত গোলটেবিল আলোচনায় অংশ নেন কবি মাহবুব হাসান, কবি মাহমুদ শফিক, কবি শাহীন রেজা, আবৃত্তিশিল্পী নাসিম আহমেদ, লেখক কাজল রশিদ শাহীন, লেখক মেহেদী হাসান পলাশ, ছড়াকার জগলুল হায়দার, লেখক আহমেদ মতিউর রহমান, কবি আবিদ আজম প্রকাশক প্রতিনিধি ম. মনিরুজ্জমান, শিহাব বাহাদুর, ইকবাল হোসেন সানু, মো. হেলাল উদ্দিন, মো. গফুর হোসেন, মশিউর রহমান, জামালউদ্দিন আহমেদ, এসএম মহিউদ্দিন কলি, ওয়াহিদ তুষার, মোরশেদ আলম হৃদয়, আকলিমা নাজমা, শরিফুল শাহাজী প্রমূখ। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক দেলোয়ার হাসান।
আলোচকরা বলেন, যতদিন পর্যন্ত বাংলাদশি সাহিত্য-সংস্কৃতির পরিপূর্ণ বিকাশ না ঘটবে, ততদিন পর্যন্ত আমাদেরকে অন্যের মুখাপেক্ষী হয়ে থাকতে হবে।
তারা বলেন, লেখক ও প্রকাশকদের সমাজের দর্পণ হিসেবে কাজ করতে হবে। একটি জাতির বিকাশ তখনই ঘটে যখন ঐ জাতীর মূলধারার সাহিত্য সংস্কৃতির বিকাশ ঘটে।
