Logo
Logo
×

জাতীয়

বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো লতিফ সিদ্দিকীর ভাইকে

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৪ পিএম

বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো লতিফ সিদ্দিকীর ভাইকে

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ছবি: সংগৃহীত

থাইল্যান্ডে যাওয়ার সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরত ফাঠানো হয়েছে সাবেক সংসদ সদস্য লতিফ সিদ্দিকী ও বঙ্গবীর কাদের সিদ্দিকীর ছোট ভাই এস এম সিদ্দিকীকে। শুক্রবার সকালে তাকে আটকে দেওয়া হয় বলে বিমানবন্দরের দায়িত্বশীল একটি সূত্র বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে। এসময় এস এম সিদ্দিকীর সঙ্গে তার স্ত্রীও ছিলেন। 

সূত্র জানায়, এস এম সিদ্দিকী একটি এয়ারলাইনসে সকাল ১০টার ফ্লাইটে স্ত্রীসহ থাইল্যান্ডে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে এসেছিলেন। তিনি ইমিগ্রেশনে এলে প্রথমে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা থাকায় ইমিগ্রেশন তাকে আপকে দেয় এবং পরে ফেরত পাঠানো হয়। এসএম সিদ্দিকী টাঙ্গাইলের কালিহাতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন।


গত সপ্তাহে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘৭১ মঞ্চ’ নামে একটি নতুন প্ল্যাটফর্ম আয়োজিত গোলটেবিল বৈঠক থেকে সাবেক সংসদ সদস্য লতিফ সিদ্দিকীকে আটক করা হয়। পরে তাকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।


Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম