Logo
Logo
×

অপরাধ

রাজধানীতে লিবীয় নাগরিকসহ ৬ জন গ্রেফতার

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ০৬ আগস্ট ২০২০, ০৪:৩৮ পিএম

রাজধানীতে লিবীয় নাগরিকসহ ৬ জন গ্রেফতার

প্রতীকী ছবি

রাজধানীর হাতিরঝিল ও পল্টন এলাকায় অভিযান চালিয়ে লিবীয় নাগরিক সামির আহমেদ ফরাজ (৪৫) ও রিক্রুটিং এজেন্সি সুফি ইন্টারন্যাশনালের মালিক হাজি আবদুল গোফরানসহ (৬০) ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার দিনগত রাতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৩ এর একটি দল এবং জাতীয় গোয়েন্দা সংস্থা-এনএসআই যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতার অন্যরা হলেন- মিজানুর রহমান (৩৪), নজরুল ইসলাম (৪২), মহিন উদ্দিন (৩১), মোহাম্মদ সোহেল (৩৪)। 

র‌্যাব জানিয়েছে, লিবীয় নাগরিক সামির আহমেদ ফরাজকে হাতিরঝিল এলাকা থেকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে দুইটি মোবাইল ফোন, দুইটি সিমকার্ড, একটি হাতঘড়ি এবং নগদ ৮শ' টাকা জব্দ করা হয়। আর পল্টনে সুফি ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি থেকে গ্রেফতার করা হয় হাজী আবদুল গোফরানসহ অন্যদের। সেখান থেকে ৬টি পাসপোর্ট, ৯টি চেকবই, ৬টি মোবাইল সেট, হোটেল সোনারগাঁওয়ের ৮টি বিল-ভাউচার, ৫টি বিভিন্ন রেজিস্টার্ড বই, অন্যান্য গুরুত্বপূর্ণ কাগজপত্র, ৩৩টি পাসপোর্টের স্ক্যানকপি, ৩৯টি পাসপোর্টের ফটোকপি উদ্ধার করা হয়।

সাম্প্রতিক সময়ে মানবপাচারকারী চক্রের কবলে পড়ে বিভিন্ন প্রকার হয়রানি এমনকি প্রাণহানির স্বীকার হয়েছেন দেশের অনেক তরুণ। কতিপয় অসাধু ব্যক্তি মানবপাচারের মতো অপরাধমূলক কাজ করে যাচ্ছে। লিবিয়ার নাগরিক সামির আহমেদ টুরিস্ট ভিসায় বাংলাদেশে আসেন। বিধিবহির্ভূতভাবে ইনভেস্টর (ডিআই)/ইমপ্লয়মেন্ট(ই)/ওয়ার্ক পারমিট গ্রহণ না করে সুফি ইন্টারন্যাশনাল নামের রিক্রুটিং এজেন্সির সঙ্গে যুক্ত হয়ে অবৈধভাবে জনশক্তি রফতানির ব্যবসায় দীর্ঘদিন যাবত জড়িত আছেন তিনি। বাংলাদেশের সাধারণ নাগরিকদের কাছ থেকে চার লাখ টাকার বিনিময়ে লিবিয়া হয়ে ইউরোপের বিভিন্ন দেশ, বিশেষ করে ইতালিতে পাঠান। এছাড়া লিবিয়ায় তাদের নিজেদের বিভিন্ন কোম্পানিতে প্রতিবছর বহুসংখক নিয়োগ ও অধিক বেতনের প্রলোভনে লোক সংগ্রহ করেন। 

র‌্যাব জানিয়েছে, গত এক বছর যাবত লিবীয় নাগরিক সামির আহমেদ ফরাজ হোটেল সোনারগাঁওয়ে অবস্থান করতেন। তার সব খরচ বহন করতেন সুফি ইন্টারন্যাশনালের মালিক আবদুল গোফরান। তার ভিসার মেয়াদ গত ফেব্রুয়ারিতে শেষ হয়ে যায়। তিনি অবৈধভাবে অবস্থান করছিলেন এ দেশে। সুফি ইন্টারন্যাশনাল লিমিটেড নামের রিক্রুটিং এজেন্সির মলিক আবদুল গোফরানের গ্রামের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ থানার এখলাছপুরে।

রাজধানী লিবীয় নাগরিক মানবপাচারকারী গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম