Logo
Logo
×

সরকার

ভুয়া বিনিয়োগে অর্থপাচার হলে ৫০% কর দিতে হবে

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ১১ জুন ২০২০, ১২:২৯ পিএম

ভুয়া বিনিয়োগে অর্থপাচার হলে ৫০% কর দিতে হবে

২০২০-২১ অর্থবছরের জন্য ঘোষিত বাজেটে ভুয়া বিনিয়োগের মাধ্যমে বিদেশে অর্থপাচার এবং কর ফাঁকির বিষয়ে কঠোর পদক্ষেপের বিষয়টি আনা হয়েছে।  আন্ডার ইনভয়েসিং, ওভার ইনভয়েসিং ও ভুয়া বিনিয়োগের মাধ্যমে অর্থপাচার এবং কর ফাঁকির অভিযোগ প্রমাণিত হলে ৫০% হারে কর দিতে হবে।

বৃহস্পতিবার বিকালে জাতীয় সংসদে এই বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, আন্ডার ইনভয়েসিং, ওভার ইনভয়েসিং ও ভুয়া বিনিয়োগের মাধ্যমে অর্থপাচার এবং কর ফাঁকির অভিযোগ রয়েছে।  এ ধরনের অর্থপাচার ও কর ফাঁকির বিষয়ে সরকারের কঠোর অবস্থান।  এ প্রবণতা রোধকল্পে বিদ্যমান অন্যান্য সব বিধানাবলীর পাশাপাশি আয়কর অধ্যাদেশে একটি নতুন ধারা সংযোজনের প্রস্তাব করছি।  প্রস্তাবিত বিধান অনুযায়ী যে পরিমাণ অর্থ আন্ডার ইনভয়েসিং ও ওভার ইনভয়েসিং করে পাচার হয়েছে এবং যে পরিমাণ প্রদর্শিত বিনিয়োগ ভুয়া হিসেবে প্রমাণিত হবে তার ওপর ৫০% হারে কর আরোপিত হবে। 

অর্থমন্ত্রী বলেন, আন্ডার ইনভয়েসিং, ওভার ইনভয়েসিং ও ভুয়া বিনিয়োগের মাধ্যমে অর্থপাচার এবং কর ফাঁকি রোধে প্রস্তাবিত বিধান অত্যন্ত ফলপ্রসূ হবে।

বাজেট ভুয়া বিনিয়োগ অর্থপাচার কর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম