Logo
Logo
×

সরকার

করোনা উপসর্গ দেখা দিলে গোপন করা অপরাধ: স্বাস্থ্য অধিদফতর

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ০৭ আগস্ট ২০২০, ১২:০৪ পিএম

করোনা উপসর্গ দেখা দিলে গোপন করা অপরাধ: স্বাস্থ্য অধিদফতর

মহামারী করোনাকালে কারও জ্বর-কাশি বা কোনো লক্ষণ-উপসর্গ দেখা দিলে গোপন না রেখে পরীক্ষা করার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। সংস্থাটি বলেছে, করোনার কোনো লক্ষণ-উপসর্গ দেখা দিলে অবশ্যই নমুনা পরীক্ষা করতে হবে। মহামারী রোগ গোপন করা একটি অপরাধ।

শুক্রবার দুপুরে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে একথা বলেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানা।

ডা. নাসিমা বলেন, আমরা কয়েক দিন আগেই কোরবানির ঈদ উদযাপন করেছি। পশুর হাটে অনেক লোক সমাগম হয়েছে। ঈদ উৎসব পালন করতেও আমরা অনেকে সমবেত হয়েছি। এই মুহূর্তে যে কারও লক্ষণ-উপসর্গ থাকলে অবশ্যই নমুনা পরীক্ষা করতে হবে। কোনো রকম জ্বর-কাশি হলে গোপন করব না। যেহেতু এই মহামারী রোগ গোপন করাও একটি অপরাধ। কাজেই মহামারীর কোনো লক্ষণ, উপসর্গ দেখা দিলে অবশ্যই নমুনা পরীক্ষা করতে হবে এবং এই রোগ প্রতিরোধে সহায়তা করতে হবে।

করোনা উপসর্গ গোপন অপরাধ স্বাস্থ্য অধিদফতর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম