Logo
Logo
×

আইন-বিচার

ফারমার্স ব্যাংকের রাশেদ চিশতীর জামিন সংক্রান্ত আপিল শুনানি রোববার

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২০ জুন ২০২০, ০৪:২৬ পিএম

ফারমার্স ব্যাংকের রাশেদ চিশতীর জামিন সংক্রান্ত আপিল শুনানি রোববার

অর্থ কেলেঙ্কারির ঘটনায় ফারমার্স ব্যাংক লিমিটেডের (বর্তমানে পদ্মা ব্যাংক) সাবেক পরিচালক রাশেদুল হক চিশতীকে দেয়া চার মামলায় জামিন সংক্রান্ত বিষয়ে করা আপিল শুনতে নতুন করে বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি। 

একই সঙ্গে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর ভার্চুয়াল বেঞ্চে চার মামলার জামিন বিষয়ে শুনানির জন্য রোববার দিন ধার্য করা হয়েছে।

শনিবার দুর্নীতি দমন কমিশনের আইনজীবী খুরশীদ আলম খান যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেন।
  
এর আগে গত মঙ্গলবার রাশেদুল হক চিশতীকে দেয়া চার মামলায় জামিন সংক্রান্ত বিষয়ে করা আপিল শুনতে অপারগতা প্রকাশ করেন বিচারপতি মো. নূরুজ্জামানের ভার্চুয়াল চেম্বার জজ আদালত। একই সঙ্গে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত চাওয়া সংক্রান্ত আবেদনের নথি প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দেন আদালত।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। আসামিপক্ষে ছিলেন আইনজীবী এএম আমিন উদ্দিন।

দুদক আইনজীবী জানান, মাহবুবুল হক চিশতীর ছেলে রাশেদুল হক চিশতী মানিলন্ডারিং ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের পৃথক পাঁচটি মামলায় বিচারিক আদালত থেকে জামিন নেন। চারটিতে ঢাকার আদালত এবং একটি টাঙ্গাইলের আদালত জামিন দেন। এর মধ্যে চারটি মামলায় হাইকোর্টে জামিন বহাল থাকে এবং একটি মামলায় হাইকোর্ট জামিন আদেশ স্থগিত করেন। এর মধ্যে দুদক তিনটি মামলায় জামিন আদেশ বাতিল চেয়ে এবং রাশেদুল হক চিশতী এক মামলায় হাইকোর্টের দেয়া স্থগিতাদেশ বাতিল চেয়ে চেম্বার কোর্টে আপিল করেন। 

তিনি জানান, গত মঙ্গলবার চারটি আবেদনের উপর শুনানির জন্য ছিল। আদালত আবেদন চারটি শুনানিতে অপারগতা প্রকাশ করেন। একই সঙ্গে এ সংক্রান্ত আবেদনের নথি প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দেন।

ফারমার্স ব্যাংক রাশেদ চিশতী জামিন আপিল বেঞ্চ গঠন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম