এনার্জি রেগুলেটরি কমিশনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল
যুগান্তর রিপোর্ট
২৯ নভেম্বর ২০২০, ২১:১৬:৪২ | অনলাইন সংস্করণ
এলপি গ্যাস সিলিন্ডারের দাম নির্ধারণে গণশুনানি করতে হাইকোর্টের আদেশ অমান্য করায় এনার্জি রেগুলেটরি কমিশনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করা হয়েছে। আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে এই রুলের জবাব দিতে হবে কমিশনকে।
২০০৯ সালের পর এলপি গ্যাস সিলিন্ডারের দাম নির্ধারণে আর কোনো গণশুনানি হয়নি। ১১ বছর এলপি গ্যাস আমদানি ও বিতরণ প্রতিষ্ঠানগুলো ইচ্ছেমতো গ্যাসের দাম বাড়ায়। কিন্তু কনজ্যুমার্স অ্যাসোসিয়েশনের (ক্যাব) করা রিট মামলায় গত ২৫ আগস্ট হাইকোর্টের দ্বৈত বেঞ্চ বিইআরসিকে গণশুনানির মাধ্যমে এলপিজির দাম নির্ধারণ করে ৩০ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছিলেন।
ক্যাবের পক্ষে এ রিটটি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। দীর্ঘদিন পরও বিইআরসি আদেশ প্রতিপালনে উদ্যোগ না নেয়ায় বিচারপতি মজিবুর রহমান ও বিচারপতি মহিউদ্দিন শামীমের দ্বৈত বেঞ্চ রুল জারি করেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এনার্জি রেগুলেটরি কমিশনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল
এলপি গ্যাস সিলিন্ডারের দাম নির্ধারণে গণশুনানি করতে হাইকোর্টের আদেশ অমান্য করায় এনার্জি রেগুলেটরি কমিশনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করা হয়েছে। আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে এই রুলের জবাব দিতে হবে কমিশনকে।
২০০৯ সালের পর এলপি গ্যাস সিলিন্ডারের দাম নির্ধারণে আর কোনো গণশুনানি হয়নি। ১১ বছর এলপি গ্যাস আমদানি ও বিতরণ প্রতিষ্ঠানগুলো ইচ্ছেমতো গ্যাসের দাম বাড়ায়। কিন্তু কনজ্যুমার্স অ্যাসোসিয়েশনের (ক্যাব) করা রিট মামলায় গত ২৫ আগস্ট হাইকোর্টের দ্বৈত বেঞ্চ বিইআরসিকে গণশুনানির মাধ্যমে এলপিজির দাম নির্ধারণ করে ৩০ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছিলেন।
ক্যাবের পক্ষে এ রিটটি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। দীর্ঘদিন পরও বিইআরসি আদেশ প্রতিপালনে উদ্যোগ না নেয়ায় বিচারপতি মজিবুর রহমান ও বিচারপতি মহিউদ্দিন শামীমের দ্বৈত বেঞ্চ রুল জারি করেন।