Logo
Logo
×

অন্যান্য

ভারত থেকে আরও ১৬৪ বাংলাদেশি ফিরেছেন

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ০১ মে ২০২০, ০১:২৫ পিএম

ভারত থেকে আরও ১৬৪ বাংলাদেশি ফিরেছেন

করোনাভাইরাসের কারণে ভারতে আটকেপড়া চার শিশুসহ আরও ১৬৪ বাংলাদেশি দেশে ফিরেছেন।  শুক্রবার দুপুরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে চেন্নাই থেকে তারা ঢাকায় আসেন।

দুপুর ২টা ৫৮ মিনিটে ১৬৪ জন বাংলাদেশিকে নিয়ে ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। 

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ সোহেল কামরুজ্জামান।

এনিয়ে ভারত থেকে কয়েক ধাপে এক হাজারেরও বেশি বাংলাদেশিকে ফিরিয়ে এনেছে বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স।

এছাড়া রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটেও শতাধিক বাংলাদেশি ফিরেছেন।

অন্যদিকে বিভিন্ন এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে সৌদি আরব, কুয়েত, বাহরাইন, সিঙ্গাপুর, তুরস্ক, ব্যাংকক ও মালদ্বীপ থেকে কয়েক শতাধিক বাংলাদেশি ফিরেছেন।

করোনাভাইরাস ভারত বাংলাদেশি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম