Logo
Logo
×

অন্যান্য

ইতালি ফিরে গেলেন ২৮৭ বাংলাদেশি

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ১২ জুন ২০২০, ০১:২৩ পিএম

ইতালি ফিরে গেলেন ২৮৭ বাংলাদেশি

ছুটিতে দেশে এসে করোনার কারণে আটকে পড়া প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ২৮৭ জন ইতালিতে ফেরত গেলেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে তারা দেশ ছাড়েন।

শুক্রবার দুপুর সোয়া ১২টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রীদের নিয়ে ইতালির রোমের উদ্দেশ্যে রওনা হয় বিশেষ ফ্লাইটটি।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, ফ্লাইটের যাত্রীরা ইতালি প্রবাসী। ছুটি শেষ হওয়ায় ইতালিতে ফিরতে তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন। মন্ত্রণালয়ের দেয়া তালিকা অনুযায়ী তাদের জন্য এই বিশেষ ফ্লাইট পরিচালনা করা হয়।

করোনাভাইরাস ইতালি বাংলাদেশি বিমান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম