Logo
Logo
×

অন্যান্য

বিশেষ ফ্লাইটে ইতালি ফিরে গেলেন আরও ২৮১ বাংলাদেশি

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২৭ জুন ২০২০, ১১:৫৩ এএম

বিশেষ ফ্লাইটে ইতালি ফিরে গেলেন আরও ২৮১ বাংলাদেশি

করোনার কারণে দেশে আসা আরও ২৮১ প্রবাসী বাংলাদেশি ইতালি ফিরে গেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা ঢাকা ত্যাগ করেন।

শনিবার দুপুর ১২টা ১০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদেরকে নিয়ে ইতালির উদ্দেশ্যে রওনা হয় ফ্লাইটটি।

বিমানের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি মাসে বিমানের বিশেষ চার্টার্ড ফ্লাইটে এ নিয়ে মোট ৮০৯ বাংলাদেশি ইতালি ফিরে গেছেন। এর মধ্যে গত ২৩ জুন গেছেন ২৬৯ জন এবং গত ১৭ জুন গেছেন ২৫৯ জন।

ইতালিতে করোনার ভয়াবহ আকার ধারণ করায় গত ফেব্রুয়ারি থেকে এই প্রবাসীরা বাংলাদেশে আসতে শুরু করেন। এখন ইতালির করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ফিরে যাচ্ছেন তারা।
 

বিশেষ ফ্লাইট ইতালি বাংলাদেশি প্রবাসী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম