Logo
Logo
×

অন্যান্য

বিশেষ ফ্লাইটে সিঙ্গাপুর থেকে ফিরলেন আরও ১৬০ বাংলাদেশি

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২২ জুলাই ২০২০, ০৫:০৭ পিএম

বিশেষ ফ্লাইটে সিঙ্গাপুর থেকে ফিরলেন আরও ১৬০ বাংলাদেশি

মহামারী করোনাভাইরাসে (কোভিড-১৯) উদ্ভূত পরিস্থিতির মধ্যে বিশেষ ফ্লাইটে সিঙ্গাপুর থেকে ফিরেছেন আরও ১৬০ জন বাংলাদেশি।  বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স তাদের দেশে ফিরিয়ে এনেছে।

ফ্লাইটটি বুধবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

কামরুল ইসলাম জানান, সিঙ্গাপুরে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে বিশেষ ফ্লাইটটি পরিচালনা করা হয়।  বাংলাদেশ ও সিঙ্গাপুর সরকারের সহযোগিতায় নাগরিকদের দেশে ফিরিয়ে আনা হয়েছে।

এর আগে গত ২৫ জুন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে ২৬২ বাংলাদেশি ফেরেন।

করোনাভাইরাস মহামারীর কারণে সারা বিশ্বে ফ্লাইট চলাচল সীমিত হওয়ার পাশাপাশি বিভিন্ন দেশ লকডাউন ঘোষণা করায় বিভিন্ন দেশে আটকা পড়েন বহু বাংলাদেশি।

তবে গত চার মাসে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি, সৌদি আরব, দুবাই, সিঙ্গাপুর, কুয়েত, কাতার, থাইল্যান্ড, তুরস্ক, মালদ্বীপ, ভারত, মালয়েশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশ থেকে কয়েক হাজার বাংলাদেশিকে বিশেষ ফ্লাইটে দেশে ফেরানো হয়েছে।

করোনা বিশেষ ফ্লাইট সিঙ্গাপুর বাংলাদেশি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম