Logo
Logo
×

অন্যান্য

আগস্ট থেকে কুয়েতে ফ্লাইট চালাবে বিমান

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২৬ জুলাই ২০২০, ১২:১৪ পিএম

আগস্ট থেকে কুয়েতে ফ্লাইট চালাবে বিমান

করোনা মহামারীর উদ্ভূত পরিস্থিতিতে দীর্ঘ সময় বন্ধের পর আগস্ট থেকে ঢাকা-কুয়েত-ঢাকা রুটে সিডিউল ফ্লাইট শুরু করবে রাষ্ট্রীয় পতাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

রোববার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান বিমানের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুরুতে সপ্তাহে একটি ফ্লাইট পরিচালনা করা হবে। সপ্তাহের প্রতি মঙ্গলবার এই সিডিউল ফ্লাইটটি পরিচালিত হবে। পরবর্তীতে ফ্লাইটের সংখ্যা বাড়ানো হবে। 

এছাড়া এখন থেকে ঢাকা-দুবাই-ঢাকা রুটে প্রতি সপ্তাহে ৩টির পরিবর্তে সপ্তাহে ৫টি ফ্লাইট পরিচালনা করা হবে বলেও বিমানের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বিমানের যাত্রীদেরকে বিমানের বিক্রয় অফিস, ওয়েবসাইট, মোবাইল অ্যাপস ও এজেন্টের মাধ্যমে টিকিট ক্রয়ের জন্য অনুরোধ করা হয়েছে।

বিস্তারিত তথ্যের জন্য বিমানে ওয়েবসাইট www.biman-airlines.com এবং কল সেন্টার ০১৭৭৭৭১৫৬১৩-১৬-এ যোগাযোগ করতে বলা হয়েছে।

করোনা আগস্ট কুয়েত ফ্লাইট বিমান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম