Logo
Logo
×

অন্যান্য

লিবিয়ায় আটক সাংবাদিক জাহিদ ও ইঞ্জিনিয়ার সাইফুল দেশে ফিরছেন

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ৩১ মার্চ ২০২২, ০৩:০১ পিএম

লিবিয়ায় আটক সাংবাদিক জাহিদ ও ইঞ্জিনিয়ার সাইফুল দেশে ফিরছেন

ফাইল ছবি

লিবিয়াতে গিয়ে নিখোঁজ হওয়া বাংলাদেশি সাংবাদিক জাহিদুর রহমান জাহিদ ও ইঞ্জিনিয়ার সাইফুল ইসলামকে উদ্ধারের পর বর্তমানে লিবিয়াতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের হেফাজতে রাখা হয়েছে তাদের। 

বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন এ তথ্য জানিয়েছেন। মন্ত্রী বলেন, আশা করা যাচ্ছে- দুএক দিনের মধ্যে তারা দেশে ফিরতে পারবেন। 

এর আগে গত সোমবার রাতে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনের বরাতে গণমাধ্যমের খবরে বলা হয়, লিবিয়া ভ্রমণে গিয়ে পাঁচ দিন নিখোঁজ থাকার পর সন্ধান মিলেছে এনটিভির স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান ও তার সঙ্গে থাকা ইঞ্জিনিয়ার সাইফুল ইসলামের।

এনটিভির বিশেষ প্রতিনিধি জাহিদ বাংলাদেশ থেকে গত ৩ মার্চ টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে পারিবারিক ভিসা নিয়ে লন্ডনে যান। সেখান থেকে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ঘুরে ২১ মার্চ তিনি লিবিয়ায় পৌঁছান।  লিবিয়াতে বিনা অনুমতিতে ছবি তোলায় সেখানকার আইন অনুযায়ী আটক হয়েছিলেন তিনি। তার সঙ্গে ছিলেন সাইফুলও। 

জানা গেছে, লিবিয়ার সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কারণে এবং বাংলাদেশের রাষ্ট্রদূতের মধ্যস্থতায় লিবিয়া সরকার তাদের দেশে ফেরার সুযোগ দিয়েছে।

লিবিয়া আটক সাংবাদিক জাহিদ সাইফুল উদ্ধার দেশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম