Logo
Logo
×

অন্যান্য

সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগার আইইবি ভবনে উদ্বোধন

Icon

সাংস্কৃতিক প্রতিবেদক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২২, ০৩:৩১ পিএম

সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগার আইইবি ভবনে উদ্বোধন

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে গণগ্রন্থাগার অধিদপ্তরের বাস্তবায়নাধীন ‘গণগ্রন্থাগার অধিদপ্তরের বহুতল ভবন নির্মাণ প্রকল্প’ এর কার্যক্রম শুরু হয়েছে। প্রকল্প চলাকালীন সময়ের জন্য অধিদপ্তরের অধীন সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগারের কার্যক্রম সাময়িকভাবে শাহবাগ থেকে রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইইবি) ভবনে স্থানান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগারের অস্থায়ী ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ এই পাঠকসেবা কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। 

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মাে. আবুল মনসুর। এ সময় উপস্থিত ছিলেন গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক মাে. আবুবকর সিদ্দিক। 

শুক্রবার ও অন্যান্য সরকারি ছুটির দিন ব্যতীত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত লাইব্রেরি সব পাঠকদের জন্য সরকার কর্তৃক আরােপিত স্বাস্থ্যবিধি মেনে উন্মুক্ত থাকবে। তবে পবিত্র রমজান মাসে সকাল ৯টা থেকে বিকাল ৩টা ৩০ মিনিট পর্যন্ত লাইব্রেরি খােলা থাকবে।

সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগার আইইবি ভবন উদ্বোধন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম