Logo
Logo
×

অন্যান্য

আবার চালু হচ্ছে বিটিএমসির ১৬টি মিল

Icon

সংসদ প্রতিবেদক

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১০:০৫ পিএম

আবার চালু হচ্ছে বিটিএমসির ১৬টি মিল

বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের (বিটিএমসি) মালিকানাধীন ১৬টি মিল আবার চালু হচ্ছে। দীর্ঘদিন বন্ধ থাকা এই মিলগুলোর মধ্যে চারটির কার্যক্রম ১৪ ফেব্রুয়ারি পুনরায় শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। পাবলিক প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) আওতায় এই মিলগুলো চালু হবে। 

রোববার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ তথ্য জানানো হয়। কমিটির সভাপতি মির্জা আজমের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, নজরুল ইসলাম চৌধুরী, শাহীন আক্তার খাদিজাতুল আনোয়ার, তামান্না নুসরাত (বুবলী) ও মোহাম্মদ হাবিব হাসান উপস্থিত ছিলেন।

বৈঠকে বিটিএমসির বন্ধ মিলগুলো চালুর ব্যাপারে আশানুরূপ অগ্রগতি হওয়ায় সংসদীয় কমিটি সন্তোষ প্রকাশ করে। আলোচনা শেষে বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্যদের নির্বাচনি এলাকায় গৃহীত প্রকল্পগুলোর ব্যয় ও সময় বৃদ্ধি না করে দ্রুত বাস্তবায়নের সুপারিশ করা হয়। একই সঙ্গে টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট স্থাপনের কার্যক্রমের দ্রুত বাস্তবায়নের তাগিদ দেওয়া হয়।

এছাড়া বৈঠকে বাংলাদেশ পাট করপোরেশনের (বিজেসি) সার্বিক কার্যক্রম আলোচনা শেষে বিজেসির বেদখল করা জমি পুনরুদ্ধারের পাশাপাশি দখল করা জমির সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপনের নির্দেশনা দেওয়া হয়। আর অবৈধ দখলে থাকা অব্যবহৃত জমি বিক্রি করে অর্জিত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার সুপারিশ করা হয়।

আবার চালু বিটিএমসি মিল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম