অর্থপাচার রোধসহ আইনজীবীদের ১১ দফা মেনে নেওয়ার আহ্বান
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৭ মে ২০২৩, ০৯:৪৯ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
অর্থপাচার রোধসহ আইনজীবীদের ১১ দফা দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানিয়েছে দক্ষিণবঙ্গ আইনজীবী পরিষদ।
সুপ্রিমকোর্টে শনিবার দুপুরে অনুষ্ঠিত সাধারণ সভায় এ দাবি জানানো হয়। এতে সভাপতিত্বে করেন জ্যেষ্ঠ আইনজীবী শাহ্ মো. খসরুজ্জামান।
বক্তারা বলেন, আইনজীবীদের ১১ দফা দাবি আগামী বাজেটে একটি ঐতিহাসিক ভূমিকা রাখবে। বিদেশে টাকা পাচার বন্ধ এবং পাচারকৃত অর্থ দেশে ফেরত আনার ক্ষেত্রে বর্ণিত ১১ দফার প্রথম দফাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
সভায় ২৪ জুন দক্ষিণবঙ্গ আইনজীবী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় বক্তব্য দেন- আইনজীবী শামসুল জালাল চৌধুরী, কাজি শাহানা ইয়াসমীন, সংগঠনের যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন খান সম্রাট, মিজানুর রহমান খান, মো. সৈয়দ আলম টিপু, মুনসুর হাবিব, ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল গিয়াস উদ্দীন, মশিউর মালেক, শেখ রেজাউল করিম, মো. মাফিজ মিয়া, একেএম আখতার হোসেন, মো. কামাল হোসেন মিয়া, ড. ইদ্রিস মোল্লা প্রমুখ।
গত রোববার এক সংবাদ সম্মেলনে জাতীয় আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শাহ মো. খসরুজ্জামান অর্থপাচার রোধ ও ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরাতে ‘ব্যাংক ও বীমা’ বিভাগ নিয়ে পৃথক মন্ত্রণালয় গঠনের দাবি জানান। পরে বুধবার অ্যাডভোকেট শাহ মো. খসরুজ্জামানের নেতৃত্বে সমিতির একটি প্রতিনিধি দল প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর সঙ্গে ১১ দফা নিয়ে আলোচনা ও মতবিনিময় করেন।
এ সময় প্রধান বিচারপতি বলেন, আইনজীবী কর্তৃক দায়েরকৃত মামলার কোর্ট ফির ৫ শতাংশ বাংলাদেশ বার কাউন্সিলের ফান্ডে জমা করণ, বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তিকল্পে বিচারকদের বিশেষ প্রণোদনা প্রদান, আইন পেশা ও বিচার ব্যবস্থার উন্নয়নকল্পে নবীন এবং তরুণ আইনজীবীদের জন্য ট্রেনিং ইনস্টিটিউট স্থাপনের দাবি অত্যন্ত বাস্তব সম্মত ও সময়ের দাবি।
