বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা দিল রাশিয়ান হাউজ
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৩, ০৯:৩৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
মহান বিজয় দিবসের ৫২তম বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে বিশেষ আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে ঢাকাস্থ রাশিয়ান হাউজ, বাংলাদেশ জাতীয় জাদুঘর এবং মুক্তিযুদ্ধ একাডেমি ট্রাস্ট।
শনিবার সকালে রাজধানীর জাতীয় জাদুঘরে এ অনুষ্ঠানে ৫২ জন বীর মুক্তিযোদ্ধা ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের নেপথ্য শিল্পী সৈনিকসহ মোট ৮৪ জন মুক্তিযোদ্ধাকে সম্মাননা জানানো হয়।
রাশিয়ান হাউজ ইন ঢাকার পরিচালক পাভেল দভয়চেনকভ, জাতীয় জাদুঘরের মহাপরিচালক মো. কামরুজ্জামান, মুক্তিযুদ্ধ একাডেমি ট্রাস্টের চেয়ারম্যান ড. আবুল কালাম আজাদ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক সচিব বীর মুক্তিযোদ্ধা তাজ মোহাম্মদ প্রমুখ অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। রাশিয়ান হাউজ ইন ঢাকার পরিচালক পাভেল দভয়চেনকভ অনুষ্ঠানটির উদ্বোধন করেন। তিনি বলেন, বাংলাদেশ-রাশিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ঐতিহাসিক। ১৯৭১ সালের বিপ্লবের দিনে সোভিয়েত ইউনিয়ন বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিল। এরপর থেকে রাশিয়া বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কাজ করে যাচ্ছে।
আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের গান, কবিতা পরিবেশন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত মুক্তিযোদ্ধারা তাদের অভিজ্ঞতা ও অনুভূতি শেয়ার করেন।
