সরকারের প্রথম ও প্রধান সংস্কার কী হওয়া উচিত জানালেন হাসনাত
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৩ মে ২০২৫, ০৩:২৪ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ছাত্র-জনতার তীব্র আন্দোলনে শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর দায়িত্ব নিয়েছে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। যে সরকারের অন্যতম কাজ রাষ্ট্র সংস্কার, যাতে আর কখনোই শেখ হাসিনার মতো ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দিতে না পারে। যা করতে বেশ কয়েকটি কমিশন গঠন করছে সরকার।
তবে সেই সংস্কারের প্রথম ও প্রধান সংস্কার কোনটি হওয়া উচিত সেটিই এবার জানালেন শেখ হাসিনার পতনে নেতৃত্ব দেওয়া তরুণ রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠন হাসনাত আব্দুল্লাহ।
শনিবার ফেসবুকে দেওয়া এক পোস্টে হাসনাত লিখেছেন, এই সরকারের প্রথম এবং প্রধান সংস্কার হতে হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা।’
এর আগে, নারী অধিকার সংস্কারবিষয়ক কমিশনের প্রস্তাব বাতিলের দাবিসহ চারদফা দাবিতে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলামের আয়োজিত মহাসমাবেশে যোগ দিয়ে ভাষণ দেন হাসনাত।
যেখানে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘হাসিনা ও আওয়ামী লীগের পুনর্বাসনের প্রতি বাংলাদেশের মানুষ রেড কার্ড দেখিয়ে দিয়েছেন ৫ আগস্ট। সেদিনই আমরা সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি, এই ভূখণ্ডে আওয়ামী লীগের আর পুনর্বাসন হবে না। ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনে পলাতক হাসিনার আওয়ামী লীগ মারা গেছে বাংলাদেশে এবং দিল্লিতে জানাজা হয়েছে।’
তার আগে শুক্রবার ফেসবুকে দুটি পোস্ট দেন হাসনার। সেখানেও আওয়ামী লীগের বিরোধে নিজের কঠোর অবস্থানের কথা জানান তিনি। এক পোস্টে হাসনাত লিখেন, ‘গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এটা অনুরোধ নয়, এটা ছাত্র-জনতার সিদ্ধান্ত।’
অন্য আরেক পোস্টে হাসনাত লিখেন, ‘যদি কিন্তু অথবা ছাড়া গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।’
