Logo
Logo
×

রাজনীতি

ব্যারিকেড ভেঙে ইসি ভবনের সামনে এনসিপি নেতাকর্মীরা

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২১ মে ২০২৫, ০৩:২০ পিএম

ব্যারিকেড ভেঙে ইসি ভবনের সামনে এনসিপি নেতাকর্মীরা

ইসি পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচন দাবিতে এনসিপির বিক্ষোভ চলছে। ছবি: যুগান্তর

নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশ করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। পরে দলটির নেতাকর্মীরা পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলেন। এসময় তারা প্রবেশ গেইটের সামনে অবস্থান নেন এবং স্লোগান দিচ্ছেন।

বুধবার দুপুর পৌনে ১২টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে বিক্ষোভ সমাবেশটি শুরু হয়। পরে পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলেন। তবে ভবনে প্রবেশ করতে না পেরে গেইটের সামনে স্লোগান দিতে দেখা গেছে তাদের।

এ সময় মাইকে নেতাকর্মীদের স্লোগান দিতে শোনা যাচ্ছিল, ‘এ মুহূর্তে দরকার স্থানীয় সরকার।’ নির্বাচন কমিশনের প্রবেশের গেইটের সামনে ও পিছনে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশের পাশাপাশি কোস্টগার্ড, বিজিবি, র‌্যাব এবং সেনাসদস্যদের সতর্ক উপস্থিতি দেখা গেছে।

এর আগে মঙ্গলবার রাতে এই কর্মসূচি ঘোষণা দিয়ে আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেন, নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে। তাই কমিশনের ওপর ভরসা রাখতে পারছি না। ফলে দ্রুত নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে। 

তিনি আরও বলেন, ৫ আগস্টের পরে সবকিছুকে পরিকল্পিতভাবে জাতীয় নির্বাচনের দিকে নেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা জানিয়েছেন-জুনের মধ্যে নির্বাচন হবে। নির্বাচন নিয়ে কোনো দ্বিমত নেই। বর্তমান পরিস্থিতিতে স্থানীয় সরকার নির্বাচন দেওয়া জরুরি। তিনি গণপরিষদ ও জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণারও দাবি জানান।

এনসিপি নির্বাচন কমিশন ইসি ভবন

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম