নিহত ছাত্রদল নেতা সাম্যর বড় ভাই যোগ দিলেন এনসিপিতে
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০২ জুন ২০২৫, ১০:৪৮ এএম
সর্দার আমিরুল ইসলাম সাগর ও শাহরিয়ার আলম সাম্য। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের নিহত নেতা শাহরিয়ার আলম সাম্যর বড় ভাই সর্দার আমিরুল ইসলাম সাগর জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন। তিনি ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিতে মুক্তিযুদ্ধ গবেষণাবিষয়ক সম্পাদক ছিলেন।
রোববার গঠিত এনসিপি ঢাকা মহানগর উত্তর সমন্বয় কমিটির সদস্য করা হয়েছে তাকে। বিষয়টি সাগর নিজেই নিশ্চিত করেছেন।
২০১৭ সালের আগস্টে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল থেকে বহিষ্কার হন সাগর। তবে ২০১৯ সালের ১৭ এপ্রিল বহিষ্কার আদেশ প্রত্যাহার করে তাকে সংগঠনে ফিরিয়ে নেয় ছাত্রদল।
ঢাবি এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাম্য গত ১৩ মে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চের পাশে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হন। এ হত্যার বিচারের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছে ছাত্রদল।
ঢাবি ভিসি এবং প্রক্টরের পদত্যাগের দাবিতে টানা এক সপ্তাহ শাহবাগ অবরোধ করে আন্দোলন করে।
সাম্য ছাত্র-জনতার অভ্যুত্থানে সর্বাত্মক অংশ নেন। সক্রিয় অংশগ্রহণ ছিল আমিরুল ইসলাম সাগরেরও।
আরও পড়ুন
এনসিপিতে যোগ দেওয়ার পর তিনি গণমাধ্যমকে বলেন, ২০১৯ সালে ছাত্র রাজনীতি ছাড়ার পর থেকে আর কিছুতে ছিলাম না। জিয়াউর রহমানের আদর্শের জাতীয়তাবাদী রাজনীতিতে বিশ্বাস করি। আমার বাবাও ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন নেতা ছিলেন। গতানুগতিক ধারার বাইরে গিয়ে জাতীয়তাবাদের রাজনীতি করার প্রচেষ্টা হিসেবেই এনসিপিতে যোগ দিয়েছি।
