Logo
Logo
×

রাজনীতি

বৃষ্টিতে ভিজে শহীদ ও আহতদের পরিবারের মাঝে মাংস পৌঁছে দিলেন হাসনাত

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ০৭ জুন ২০২৫, ০৬:৫৫ পিএম

বৃষ্টিতে ভিজে শহীদ ও আহতদের পরিবারের মাঝে মাংস পৌঁছে দিলেন হাসনাত

কুমিল্লার দেবিদ্বারে বৃষ্টিতে ভিজে গনঅভ্যুত্থানের শহীদ ও আহতদের পরিবারের মাঝে কুরবানির মাংস পৌঁছে দিলেন হাসনাত আবদুল্লাহ।

শনিবার ঈদের নামাজ শেষে এনসিপির উদ্যোগে জুলাই বিপ্লবের ১৪ জন শহীদ ও ৬০ জন আহত পরিবারের ঘরে ঘরে কুরবানির মাংস পৌঁছে দেন তিনি।

উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে বৃষ্টিতে ভিজে ভিজে নিজেই কুরবানির মাংস পৌঁছে দেন হাসনাত। তার এসব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এতে নেটিজেনরা তার অনেক প্রশংসা করেন।

এদিকে হাসনাতকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন গণঅভ্যুত্থানে শহীদ এবং আহতদের পরিবারের সদস্যরা। 

এদিন ঈদের নামাজ শেষে এনসিপির উদ্যোগে দেবিদ্বার নিউ মার্কেট এলাকায় শহীদ ও আহত পরিবারের সদস্যদের জন্য ৪টি গরু কুরবানি দেওয়া হয়। এরপর বৃষ্টিতে ভিজে হাসনাত আব্দুল্লাহ শহীদ পরিবারের নিজ নিজ বাড়িতে এসব মাংস পৌঁছে দেন এবং শহীদ ও আহত পরিবারের খোঁজ-খবর নেন। এ সময় এনসিপির অন্যান্য নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম