Logo
Logo
×

রাজনীতি

এ দিনটি আমাদের মনে করিয়ে দেয় ভ্রাতৃত্ববোধের চিরন্তন শিক্ষা: এনসিপি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৭ জুন ২০২৫, ১০:৪০ পিএম

এ দিনটি আমাদের মনে করিয়ে দেয় ভ্রাতৃত্ববোধের চিরন্তন শিক্ষা: এনসিপি

ফাইল ছবি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পক্ষ থেকে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানানো হয়েছে। শনিবার এনসিপির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশিরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ শুভেচ্ছা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পবিত্র ঈদুল আজহার আনন্দঘন উপলক্ষ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। ঈদ মোবারক। ত্যাগের মহান শিক্ষা নিয়ে ঈদুল আজহা আমাদের দ্বারে উপস্থিত। এ দিনটি আমাদের মনে করিয়ে দেয় আত্মত্যাগ, সহানুভূতি ও ভ্রাতৃত্ববোধের চিরন্তন শিক্ষা। আসুন, আমরা সব ভেদাভেদ ভুলে গরিব-দুঃখী মানুষের পাশে দাঁড়াই, ঈদের আনন্দ ভাগ করে নেই সবার সঙ্গে। আল্লাহ তায়ালা আমাদের কুরবানি কবুল করুন এবং আমাদের জীবনে ঈদের প্রকৃত শিক্ষা বাস্তবায়নের তাওফিক দান করুন। ঈদ মোবারক।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম