এ দিনটি আমাদের মনে করিয়ে দেয় ভ্রাতৃত্ববোধের চিরন্তন শিক্ষা: এনসিপি
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৭ জুন ২০২৫, ১০:৪০ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পক্ষ থেকে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানানো হয়েছে। শনিবার এনসিপির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশিরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ শুভেচ্ছা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পবিত্র ঈদুল আজহার আনন্দঘন উপলক্ষ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। ঈদ মোবারক। ত্যাগের মহান শিক্ষা নিয়ে ঈদুল আজহা আমাদের দ্বারে উপস্থিত। এ দিনটি আমাদের মনে করিয়ে দেয় আত্মত্যাগ, সহানুভূতি ও ভ্রাতৃত্ববোধের চিরন্তন শিক্ষা। আসুন, আমরা সব ভেদাভেদ ভুলে গরিব-দুঃখী মানুষের পাশে দাঁড়াই, ঈদের আনন্দ ভাগ করে নেই সবার সঙ্গে। আল্লাহ তায়ালা আমাদের কুরবানি কবুল করুন এবং আমাদের জীবনে ঈদের প্রকৃত শিক্ষা বাস্তবায়নের তাওফিক দান করুন। ঈদ মোবারক।
