Logo
Logo
×

রাজনীতি

চার হাজার মানুষের মেজবানিতে হাসনাত আব্দুল্লাহ

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ০৯ জুন ২০২৫, ০১:৪৯ এএম

চার হাজার মানুষের মেজবানিতে হাসনাত আব্দুল্লাহ

কুমিল্লার দেবিদ্বারে নবীন প্রবীণের ঈদ উৎসব মেজবানিতে যোগ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বিভিন্ন শ্রেণি-পেশার চার হাজার নাগরিকের জন্য মেজবানির আয়োজন করেন নবগঠিত সামাজিক সংগঠন ইনসাফ।

রোববার দুপুরে পৌর মিলনায়তনে ওই মেজবানের আয়োজন করা হয়। ইনসাফ নামে ওই সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ উপলক্ষে নবীন ও প্রবীণের এ ঈদ উৎসবের আয়োজন করা হয়।

এ সময় হাসনাত আব্দুল্লাহর শত শত সহপাঠী উপস্থিত ছিলেন।

দেবিদ্বার মডেল মসজিদের খতিব মাওলানা মুফতি আব্দুল আহাদের পরিচালনায় দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে সর্বসাধারণের মাঝে মেজবানি বিতরণ শুরু করা হয়। দলমত নির্বিশেষে সর্বস্তরের সাধারণ জনতা এতে অংশগ্রহণ করেন।

মেজবানি পরিচালনা এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইনসাফের উদ্যোক্তা আহমেদ শুভ, মোহাম্মদ আল আমিন সরকার, মির্জা মোহাম্মদ শাকিল, আজারুল হক, সিয়াম সরকার, সাকিব।

অনুষ্ঠানে হাসনাত আব্দুল্লাহ নাগরিকদের আপ্যায়নে অংশগ্রহণ করেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম