Logo
Logo
×

রাজনীতি

বিচার-সংস্কারের মধ্য দিয়ে নির্বাচনই আমাদের মূল লক্ষ্য: হাসনাত

Icon

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ০৪ জুলাই ২০২৫, ০৫:৪৮ পিএম

বিচার-সংস্কারের মধ্য দিয়ে নির্বাচনই আমাদের মূল লক্ষ্য: হাসনাত

বিচার-সংস্কারের মধ্য দিয়ে নির্বাচনই আমাদের মূল লক্ষ্য বলে মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানে যারা শহীদ ও আহত হয়েছেন আমরা তাদের বাড়িতে বাড়িতে যাচ্ছি। নির্বাচনের আগে আমাদের কিছু শর্ত রয়েছে। অবশ্যই নির্বাচন হওয়া উচিত। তবে বিচার ও সংস্কারের মধ্য দিয়ে নির্বাচন আমাদের মূল লক্ষ্য।’

শুক্রবার (৪ জুলাই) দুপুরে ঠাকুরগাঁওয়ে জুলাই পদযাত্রা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব তিনি এসব কথা বলেন।

এ সময় এনিসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনীম জারা, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারীসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম