ছবি : সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক
নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশে গত ২৫ বছরে ১২ শতাধিক মানুষকে হত্যা
করা হয়েছে। বিএসএফ একটি সীমান্ত রক্ষাবাহিনী না। তাদের বলা হয় টিগার হেপি। যেটি একটি
খুনি বাহিনীতে পরিণত হয়েছে। খুন করা তাদের নেশা। এই বিএসএফ একটি মানবাধিকারবিরোধী বাহিনী।
ভারত সরকারকে বলব- বাংলাদেশের মানুষের সঙ্গে মর্যাদার আচরণ করুন।
বুধবার রাতে বিচার সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে জুলাই পদযাত্রায় ঝিনাইদহ জেলা শহরের পায়রা চত্বরে আয়োজিত গণসমাবেশে তিনি এসব কথা বলেন।
এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন,
আমরা স্বৈরাচার থেকে মুক্ত হয়েছি; কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশের জনবিরোধী শাসন ব্যবস্থা
থেকে মুক্ত হতে পারি নাই। হাসিনার শাসন ব্যবস্থা থাকবে এ কারণে চব্বিশের গণঅভ্যুত্থান
হয় নাই। বিচার সংস্কার এবং সংবিধান সংশোধন করতেই হবে। অন্যথায় গণঅভ্যুত্থানে শহীদদের
রক্তের সঙ্গে বেইমানি করা হবে।
মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ
বলেন, আমাদের এই গণতান্ত্রিক উত্তরণের পথে আর যেন ১/১১-এর মতো ষড়যন্ত্র না হতে পারে;
তার জন্য সবাইকে সজাগ থাকতে হবে। আমরা অবশ্যই নির্বাচন চাই; তবে বিচারসহ সংবিধান সংস্কারের
পরে। কারণ নির্বাচিতরা সেই কাজটি নাও করতে পারে।
এর আগে সন্ধ্যা ৭টার দিকে পদযাত্রার বহরটি চুয়াডাঙ্গার দর্শনা থেকে ঝিনাইদহে প্রবেশ করে। জেলা শহরের অগ্নিবীণা দিয়ে হাজারও ছাত্র-জনতা পায়ে হেঁটে পায়রা চত্বরে আয়োজিত সমাবেশে যোগ দেন।
সমাবেশে শহীদ সাব্বিরের বাবাসহ ঝিনাইদহের
তিন শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। চুয়াডাঙ্গার সমাবেশ শেষে এনসিপি নেতারা দর্শনাতে
বিএসএফের গুলিতে নিহত এক কৃষকের বাড়িতে যান। সেখান থেকে সড়ক পথে আসেন ঝিনাইদহে।
