এনসিপি কার্যালয়ের সামনে ফের ককটেল বিস্ফোরণ
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ১২:২৯ এএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার রাত ১০টা ৫৮ মিনিটে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ইমন হাওলাদার নামে একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট তিনবার এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটলো। সংগঠনটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এনসিপির কেন্দ্রীয় যুগ্ন সদস্যসচিব জয়নাল আবেদীন শিশির যুগান্তরকে জানান, বুধবার রাতে এনসিপি কার্যালয়ের সামনে একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে কে বা কারা সেটি বিস্ফোরণ ঘটিয়েছে সেটি তাৎক্ষণিক নিশ্চিত হওয়া যায়নি। এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কলাবাগান থানার যুগ্ন আহবায়ক ইমন হাওলাদার আহত হয়েছেন। তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে।
জানতে চাইলে রমনা থানার ডিউটি অফিসার এসআই জালাল উদ্দিন বলেন, ককটেল বিস্ফোরণের খবর পেয়ে একটি টিম ঘটনাস্থলে গেছে। কে বা কারা সেটি ফুটিয়েছে, জানার চেষ্টা চলছে।
এনসিপি সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত তিনবার এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর আগে ২ জুলাই রাত সাড়ে ১১টার দিকে সংগঠনটির ঢাকা মহানগর কমিটি আয়োজিত জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহতসহ এলইইডি লাইট ক্ষতিগ্রস্ত হয়েছিল। ওইসময় বিক্ষোভ মিছিল করেছে বিক্ষুব্ধ নেতাকর্মীরা। এছাড়া গত ২৩ জুন একই কায়দায় এনসিপি কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছিল। ওইসময়ও চারজন আহত হয়েছিলেন।
