Logo
Logo
×

শেষ পাতা

যুদ্ধাপরাধী ও তাদের দোসরদের ভোট দেবেন না : জয়

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০১৮, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

যুদ্ধাপরাধী ও তাদের দোসরদের ভোট দেবেন না : জয়

সজীব ওয়াজেদ জয়। ফাইল ছবি

যুদ্ধাপরাধী ও তাদের দোসরদের ভোট না দেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

রোববার মহান বিজয় দিবসের সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দিয়ে তিনি এই আহ্বান জানান।

জয় পোস্টে লিখেছেন, ‘বাংলাদেশ কত বছর আগে স্বাধীন হয়েছিল তা আমি চাইলেও ভুলতে পারব না। কারণ আমার জন্ম মুক্তিযুদ্ধের সময়।

বাংলাদেশ আর আমার বয়স একই।

বিজয়ের ৪৭ বছর পর আজকের এই বিজয় দিবসে আসুন আমরা প্রতিজ্ঞা করি কখনও যুদ্ধাপরাধী ও তাদের দোসর বিএনপি-ঐক্যফ্রন্টকে ভোট দেব না।

ধানের শীষে ভোট মানেই ৩০ লাখ বাঙালির হত্যাকারীদের পক্ষে ভোট। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’

জয়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম