Logo
Logo
×

সারাদেশ

ইংরেজিতে ফেল, মাদ্রাসাছাত্রের আত্মহত্যা

Icon

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ০৭ মে ২০১৯, ০৬:০৮ এএম

 

এসএসসি পরীক্ষায় ফেল করায় সাহাবুউদ্দিন নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। সে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার লালাপুর জঙ্গবাড়ি গ্রামের একরামুল হকের ছেলে। 

সোমবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয়। কিন্তু সাহাবুউদ্দিন পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করে। পরে পরিবারের সদস্যরা তাকে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় । 

অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। রাত ৮টায় চিকিৎসাধীন তার মৃত্যু হয়। 

সাহাবুউদ্দিন মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে বালিয়াডাঙ্গী উপজেলার মধুপুর নয়াদীঘি এম রফিক দাখিল মাদ্রাসা থেকে পরীক্ষায় অংশ নিয়েছিল। সে ইংরেজি বিষয়ে অকৃতকার্য হয়েছে বলে জানা গেছে। 

বিষয়টি বালিয়াডাঙ্গী থানার ওসি মোসাব্বেরুল হক নিশ্চিত করেছেন ।

ইংরেজি ফেল মাদ্রাসাছাত্র আত্মহত্যা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম