Logo
Logo
×

খবর

খবর ও ছবি

Icon

প্রকাশ: ০৮ মে ২০১৯, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

ঈদে হোম অ্যাপ্লায়েন্সে ক্যাশব্যাক দেবে স্যামসাং

আসন্ন ঈদুল ফিতরের আনন্দ দ্বিগুণ করতে পবিত্র রমজান মাসজুড়ে দেশব্যাপী ‘শপিং মোবারক’ শীর্ষক দুর্দান্ত ক্যাম্পেইন চালুর ঘোষণা দিয়েছে স্যামস্যাং ইলেক্ট্রনিক্স বাংলাদেশ। ক্রেতাদের জন্য মেগা গিফট হিসেবে সম্পূর্ণ নতুন গাড়ি জেতাসহ অসংখ্য অফারের ছড়াছড়ি থাকছে পুরো ক্যাম্পেইনে। ক্যাম্পেইনে নির্দিষ্ট মডেলের টেলিভিশন কেনার ক্ষেত্রে সর্বোচ্চ ২০০,০০০ টাকা, ১২০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিসহ রেফ্রিজারেটরে সর্বোচ্চ ৪০,০০০ টাকা, এয়ার কন্ডিশনারের ক্ষেত্রে সর্বোচ্চ ৬,০০০ টাকা এবং ওয়াশিং মেশিনের ক্ষেত্রে সর্বোচ্চ ১০,০০০ টাকা ক্যাশব্যাকের সুযোগ রাখা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি।

ভয়েস কন্ট্রোল স্মার্ট টিভি আনল ওয়ালটন

ওয়ালটন এবার নিয়ে এসেছে বাংলা এবং হিন্দি অপশনযুক্ত ভয়েস কন্ট্রোল স্মার্ট টিভি। এতে স্মার্ট টিভিতে এখন ইংরেজির পাশাপাশি বাংলা এবং হিন্দি ভাষা বা ল্যাঙ্গুয়েজও সিলেকশন করা যাবে। টাইপ করে ইউটিইউব বা ব্রাউজার থেকে কন্টেন্ট খোঁজার প্রয়োজন পড়বে না। এ উপলক্ষে ৬ মে ওয়ালটন কর্পোরেট অফিসের সম্মেলন কক্ষে ‘ইন্ট্রোডিউসিং অব ফার্স্ট বাংলা ভয়েস কন্ট্রোল টিভি’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে নতুন প্রযুক্তির স্মার্ট টিভির উদ্বোধন করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এসএম নূরুল আলম রেজভী, ব্যবস্থাপনা পরিচালক এসএম আশরাফুল আলম, পরিচালক এসএম মাহবুবুল আলম এবং রাইসা সিগমা হিমা। সংবাদ বিজ্ঞপ্তি।

সিআইএমএ বাংলাদেশে শত বছরে পদার্পণ উদযাপন

ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং পেশাজীবী সংগঠন চার্টার্ড ইন্সটিটিউট অব ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট (সিআইএমএ) ঢাকার লং বিচ হোটেলে শতবর্ষ উদযাপন করল। অনুষ্ঠানে সিআইএমএয়ের সদস্যরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম কবির ইয়াকুব (এফসিএমএ, সিজিএমএ, বোর্ড অব ডিরেক্টর, পূবালী ব্যাংক), মোহাম্মদ জাহিদ হোসেইন (এসিএমএ, সিজিএমএ, মেম্বার, বোর্ড অব ডিরেক্টরস বাপেক্স), (বাংলাদেশ সরকার, সিআইএমএ প্রতিনিধি), ভাস্কর রঞ্জন দাস (অ্যাসোসিয়েট ডিরেক্টর সিআইএমএ), অজয় লালওয়ানি (কান্ট্রি হেড ভারত, নেপাল, বাংলাদেশ-সিআইএমএ), মিনাল আওয়াস্তি (ম্যানেজার মার্কেটিং মেসান রিজিওন, সিআইএমএ) প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি।

চসিক ও প্রিমিয়ার ব্যাংক চুক্তি

হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্সসহ বিবিধ চার্জ ও ফি অনলাইনে গ্রহণ করার জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) ও প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের মধ্যে সম্প্রতি চসিকের কনফারেন্স হলে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন প্রিমিয়ার ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবদুল জব্বার চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা। সংবাদ বিজ্ঞপ্তি।

এ-ওয়ান পলিমার ডিলার সম্মেলন অনুষ্ঠিত

‘শীর্ষ জয়ে একসাথে’ স্লোগানে অনুষ্ঠিত হল এ-ওয়ান পলিমারের ডিলার সম্মেলন ২০১৯। ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠিত এ ডিলার সম্মেলনে সমগ্র বাংলাদেশের প্রায় এক হাজার ডিলার উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনোয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মানোয়ার হোসেন, গ্রুপ চিফ মার্কেটিং অফিসার একেএম জাবেদ, বিএমডি ডিভিশনের সেলস্ ডিরেক্টর হাফিজুল আদিত। এছাড়া উপস্থিত ছিলেন মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন বিভাগের গ্রুপ জিএম মোল্লা ওমর শরীফ। সংবাদ বিজ্ঞপ্তি।

মিসেস আন্তরা আহমেদের সম্মানে এবি ব্যাংকের বিদায়ী অনুষ্ঠান

এবি ব্যাংক তার কর্মীদের নিয়োগকর্তা হিসেবে সমান সুযোগ ও নিরাপদ কর্মপরিবেশ প্রদান করছে। এই ধারাবাহিকতায় বিশেষ যোগ্যতাসম্পন্ন মিসেস আন্তরা আহমেদ ২৯ বছরের কর্মজীবনে ব্যাংকের জন্য নিবেদিত কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তার সম্মানে এবি ব্যাংক একটি বিদায়ী অনুষ্ঠান আয়োজন করে। অনুষ্ঠানে ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) তারিক আফজাল ও ব্যাংকের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।

আইসিবি কর্মচারী ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত

ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) কর্মচারী ইউনিয়নের কার্যনির্বাহী কমিটি নির্বাচনে সভাপতি মোশাররফ হোসেন ও জামাল হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ৫ মে অনুষ্ঠিত নির্বাচনে দুই বছরের জন্য অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- আজমির হক চৌধুরী (ঊর্ধ্বতন সহ-সভাপতি), হাছান খান (সহ-সভাপতি), মনিরুল ইসলাম (যুগ্ম সম্পাদক), বরকত উল্লাহ (সহ-সাধারণ সম্পাদক), গোলাম সরওয়ার (কোষাধ্যক্ষ), সোহেল খলিফা (সাংগঠনিক সম্পাদক) ও ইমরান হোসেন (দফতর ও প্রচার সম্পাদক)। সংবাদ বিজ্ঞপ্তি।

কান্ডারি ইআরপি সফটওয়্যারের সঙ্গে পশ গার্মেন্টেসের চুক্তি

সিএসএল সফটওয়্যার সলিউশন প্রতিষ্ঠানের অন্যতম প্রোডাক্ট ‘কান্ডারি ইআরপি সফটওয়্যার’-এর সার্ভিস প্রদান বিষয়ে পশ গার্মেন্টসের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে সিএসএল সফটওয়্যার সলিউশনের পক্ষে ম্যানেজিং ডিরেক্টর রফিকুল ইসলাম রাউলী ও পশ গার্মেন্টসের পক্ষে ডিরেক্টর ওয়াসিম জাকারিয়া চুক্তিপত্রে স্বাক্ষর করেন। উপস্থিত ছিলেন সিএসএল সফটওয়্যার সলিউশনের ডিরেক্টর রঞ্জন নিয়োগী, এক্সিকিউটিভ ডিরেক্টর মেজর (অব.) মোস্তফা জামাল এবং পশ গার্মেন্টসের ম্যানেজিং ডিরেক্টর এএ জাকারিয়াসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সংবাদ বিজ্ঞপ্তি।

 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম