ঝালকাঠির রাজাপুরে ছাত্রলীগের নবগঠিত কমিটি ও পদবঞ্চিতদের মধ্যে ফের সংঘর্ষ হয়েছে। বুধবার সন্ধ্যা থেকে দফায় দফায় এ সংঘর্ষে ৮ নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের রাজাপুর, ঝালকাঠি ও বরিশাল মেডিকেলে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার বিকালে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রায় সংঘর্ষে পাঁচজন আহত হয়েছিলেন। এলাকাবাসী জানান, সন্ধ্যায় উপজেলার স্কুল মার্কেট এলাকায় দুই গ্র“পের লোকজন মুখোমুখি অবস্থান নেন। কিছুক্ষণ পর ধারালো অস্ত্র নিয়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। কয়েক দফা সংঘর্ষে উভয় পক্ষের ৮ জন আহত হয়েছেন। আহতরা হলেন- হাসিব, ইমরান, সম্রাট, শাকিল, ফয়সাল মৃধা, জামাল মৃধা ও সুমন সিকদার। আহতদের প্রথমে রাজাপুর ও ঝালকাঠি স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে গুরুতর অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। সন্ধ্যার পর দুই গ্র“প ফের অস্ত্র নিয়ে প্রকাশ্যে মহড়ায় নামে। এ সময় ছাত্রলীগের পদবঞ্চিত গ্র“প শেখ রাসেল স্মৃতি সংসদ ও পাঠাগার কার্যালয়ের আসবাবপত্র ও টিভি ভাংচুর করে এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির সহসম্পাদক মনিরুজ্জামান মনিরের বোন লিপি বেগমের বাসায় হামলা চালায়। নবগঠিত কমিটির নেতাকর্মীরা উপজেলার সাবেক ছাত্রলীগ নেতা জামাল হোসেন মৃধার মোটরসাইকেল এবং মাই টিভির ঝালকাঠি জেলা প্রতিনিধি বরকত হোসেন মৃধার ব্যক্তিগত গাড়ি ভাংচুর করেন। সংঘর্ষের সময় রাজাপুর সদর, স্কুল মার্কেট ও বাইপাস মোড় এলাকার সব দোকানপাট বন্ধ করে দেন ব্যবসায়ীরা। পুলিশ প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাতেই ঝালকাঠি থেকে অতিরিক্ত পুলিশ ফোর্স এনে সদরে মোতায়েন করা হয়। ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুর রকিব সাংবাদিকদের বলেন, উত্তেজনার পরপরই পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এখন আর ভয়ের কিছু নেই।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
রাজাপুরে ফের ছাত্রলীগের সংঘর্ষ : আহত ৮
রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি
১৪ নভেম্বর ২০১৪, ১২:০০ এএম |
ঝালকাঠির রাজাপুরে ছাত্রলীগের নবগঠিত কমিটি ও পদবঞ্চিতদের মধ্যে ফের সংঘর্ষ হয়েছে। বুধবার সন্ধ্যা থেকে দফায় দফায় এ সংঘর্ষে ৮ নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের রাজাপুর, ঝালকাঠি ও বরিশাল মেডিকেলে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার বিকালে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রায় সংঘর্ষে পাঁচজন আহত হয়েছিলেন। এলাকাবাসী জানান, সন্ধ্যায় উপজেলার স্কুল মার্কেট এলাকায় দুই গ্র“পের লোকজন মুখোমুখি অবস্থান নেন। কিছুক্ষণ পর ধারালো অস্ত্র নিয়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। কয়েক দফা সংঘর্ষে উভয় পক্ষের ৮ জন আহত হয়েছেন। আহতরা হলেন- হাসিব, ইমরান, সম্রাট, শাকিল, ফয়সাল মৃধা, জামাল মৃধা ও সুমন সিকদার। আহতদের প্রথমে রাজাপুর ও ঝালকাঠি স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে গুরুতর অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। সন্ধ্যার পর দুই গ্র“প ফের অস্ত্র নিয়ে প্রকাশ্যে মহড়ায় নামে। এ সময় ছাত্রলীগের পদবঞ্চিত গ্র“প শেখ রাসেল স্মৃতি সংসদ ও পাঠাগার কার্যালয়ের আসবাবপত্র ও টিভি ভাংচুর করে এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির সহসম্পাদক মনিরুজ্জামান মনিরের বোন লিপি বেগমের বাসায় হামলা চালায়। নবগঠিত কমিটির নেতাকর্মীরা উপজেলার সাবেক ছাত্রলীগ নেতা জামাল হোসেন মৃধার মোটরসাইকেল এবং মাই টিভির ঝালকাঠি জেলা প্রতিনিধি বরকত হোসেন মৃধার ব্যক্তিগত গাড়ি ভাংচুর করেন। সংঘর্ষের সময় রাজাপুর সদর, স্কুল মার্কেট ও বাইপাস মোড় এলাকার সব দোকানপাট বন্ধ করে দেন ব্যবসায়ীরা। পুলিশ প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাতেই ঝালকাঠি থেকে অতিরিক্ত পুলিশ ফোর্স এনে সদরে মোতায়েন করা হয়। ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুর রকিব সাংবাদিকদের বলেন, উত্তেজনার পরপরই পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এখন আর ভয়ের কিছু নেই।