jugantor
হরতালে বিএনপির সমর্থন
সিলেটে বাসদের সমাবেশে ছাত্রলীগের হামলা

  সিলেট ব্যুরো ১৫ সেপ্টেম্বর :  

১৫ সেপ্টেম্বর ২০১৩, ১৮:১৩:১৮  | 

 সিলেটে কমিউনিস্ট পার্টি বাংলাদেশ (সিপিবি) ও  বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) সমাবেশে হামলা চালিয়েছে ছাত্রলীগ নেতাকর্মীরা। এতে সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান ও ওসিসহ আহত হয়েছেন অন্তত ১০ জন। রোববার বিকেল ৫টার দিকে সিলেটের কোর্ট পয়েন্টে এ ঘটনা ঘটে।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাবার বুলেট ছুড়েছে।  দুই পক্ষের মধ্যে প্রায় ঘন্টাব্যাপী সংঘর্ষ চলে। এসময় শহরে আতঙ্ক সৃষ্টি হয়।   
এদিকে হামলার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে বাম দলগুলো আগামীকাল সোমবার সিলেটে আধাবেলা হরতালের ডাক দিয়েছে।এদিকে হরতালে সমর্থন দিয়েছে বিএনপি। দলের যুগম্ মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ছাত্রলীগ বাসদ নেতাদের ওপর হামলা চালিয়েছে। আমরা এজন্য এই হরতালে সমর্থন জানাচ্ছি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার বিকেলে কোর্ট পয়েন্টে কমিউনিস্ট পার্টি ও বাসদের পূর্বনির্ধারিত জনসভা চলছিল। এসময় প্রধানমন্ত্রীর সিলেট আগমনকে স্বাগত জানিয়ে বের হওয়া জেলা ছাত্রলীগের সভাপতি হিরণ মাহমুদ নিপুর নেতৃত্বে একটি মিছিল কোর্ট পয়েন্ট অতিক্রম করছিল। ওই সময় মিছিল থেকে ছাত্রলীগ নেতাকর্মীরা সমাবেশে হামলা চালায়। এতে কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমসহ অন্তত ২৫ জন আহত হন। হামলায় সেলিম বাম হাতে আঘাতপ্রাপ্ত হয়েছেন।
হামলার পর সিপিবি ও বাসদ পুনরায় সমাবেশ করতে গেলে ছাত্রলীগ ফের হামলা চালায়। এসময় হামলা ঠেকাতে গিয়ে আহত হন কোতোয়ালী থানার ওসি আকতার আহমদ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে র‌্যাব-পুলিশ অর্ধশত রাউন্ড ফাঁকা গুলি ও রাবার বুলেট ছোড়ে।


 

সাবমিট
হরতালে বিএনপির সমর্থন

সিলেটে বাসদের সমাবেশে ছাত্রলীগের হামলা

 সিলেট ব্যুরো ১৫ সেপ্টেম্বর : 
১৫ সেপ্টেম্বর ২০১৩, ০৬:১৩ পিএম  | 

 সিলেটে কমিউনিস্ট পার্টি বাংলাদেশ (সিপিবি) ও  বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) সমাবেশে হামলা চালিয়েছে ছাত্রলীগ নেতাকর্মীরা। এতে সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান ও ওসিসহ আহত হয়েছেন অন্তত ১০ জন। রোববার বিকেল ৫টার দিকে সিলেটের কোর্ট পয়েন্টে এ ঘটনা ঘটে।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাবার বুলেট ছুড়েছে।  দুই পক্ষের মধ্যে প্রায় ঘন্টাব্যাপী সংঘর্ষ চলে। এসময় শহরে আতঙ্ক সৃষ্টি হয়।   
এদিকে হামলার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে বাম দলগুলো আগামীকাল সোমবার সিলেটে আধাবেলা হরতালের ডাক দিয়েছে।এদিকে হরতালে সমর্থন দিয়েছে বিএনপি। দলের যুগম্ মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ছাত্রলীগ বাসদ নেতাদের ওপর হামলা চালিয়েছে। আমরা এজন্য এই হরতালে সমর্থন জানাচ্ছি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার বিকেলে কোর্ট পয়েন্টে কমিউনিস্ট পার্টি ও বাসদের পূর্বনির্ধারিত জনসভা চলছিল। এসময় প্রধানমন্ত্রীর সিলেট আগমনকে স্বাগত জানিয়ে বের হওয়া জেলা ছাত্রলীগের সভাপতি হিরণ মাহমুদ নিপুর নেতৃত্বে একটি মিছিল কোর্ট পয়েন্ট অতিক্রম করছিল। ওই সময় মিছিল থেকে ছাত্রলীগ নেতাকর্মীরা সমাবেশে হামলা চালায়। এতে কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমসহ অন্তত ২৫ জন আহত হন। হামলায় সেলিম বাম হাতে আঘাতপ্রাপ্ত হয়েছেন।
হামলার পর সিপিবি ও বাসদ পুনরায় সমাবেশ করতে গেলে ছাত্রলীগ ফের হামলা চালায়। এসময় হামলা ঠেকাতে গিয়ে আহত হন কোতোয়ালী থানার ওসি আকতার আহমদ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে র‌্যাব-পুলিশ অর্ধশত রাউন্ড ফাঁকা গুলি ও রাবার বুলেট ছোড়ে।


 

 
শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র